আঞ্চলিক ভূগোল ( B.A )

বায়ুপ্রবাহের (airflow) কারণগুলি লেখো |

বায়ুপ্রবাহের কারণ : ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুর চলাচলকে বায়ুপ্রবাহ বলে। এই বায়ুপ্রবাহের কারণগুলি হল-

বায়ুপ্রবাহের (airflow) কারণগুলি –

বায়ুপ্রবাহের কারণগুলি লেখো
  • বায়ুচাপের পার্থক্য

জলের সমোচ্চশীলতা ধর্মের মতোই বায়ু সর্বদা উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

  • বায়ুর উন্নতার পার্থক্য

সূর্যরশ্মির প্রভাবে বায়ু উত্তপ্ত হলে প্রসারিত হয়। বায়ুর ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব কমে যায়, ফলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং এই নিম্নচাপ অঞ্চলটি শূন্য হয়ে যায়। নিম্নচাপ অঞ্চলের শূন্যস্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভারী বায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

  • কোরিওলিস বল

পৃথিবীর আবর্তন গতির কারণে গতিশীল বায়ুর ওপর কোরিওলিস বল কাজ করে বায়ুপ্রবাহের বিক্ষেপ ঘটায়। এই কারণে উত্তর গোলার্ধে বায়ু ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।

  • কেন্দ্র বহির্মুখী বল

পৃথিবীর ঘূর্ণন গতির জন্য এক কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, যার প্রভাবে বায়ুর বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলের বায়ু উপরের দিকে উঠে উভয় মেরুর দিকে ছিটকে যায়।

  • ঘর্ষণজনিত প্রভাব

অসমতল স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন বস্তুর সঙ্গে (পাহাড়, পর্বত, অট্টালিকা, উদ্ভিদ) ঘর্ষণজনিত বাধার ফলে বায়ুর গতিবেগ কমে যায়, দিক পরিবর্তন ঘটে, তবে জলভাগে এরূপ বাধা না থাকায় বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হয়।

====>>> জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য

RANI250

My name is Rani Biswas, a web designer with six years of experience and the owner of dishacoachingcentre.com, a dedicated educational platform offering high-quality learning resources.

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button