জীববিদ্যা ( 12th Class )

ব্রায়োফাইটার (Bryophyta) অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা কর ?

ব্রায়োফাইটার অর্থনৈতিক গুরুত্ব : মসবর্গীয় উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব লক্ষ করা যায়। এখানে মস জাতীয় উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বগুলি উল্লেখ করা হল-

ব্রায়োফাইটার (Bryophyta) অর্থনৈতিক গুরুত্ব –

ব্রায়োফাইটার (Bryophyta) অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা কর
  • পিট মৃত্তিকা গঠন : ফ্যাগনাম (Sphagnum) জাতীয় মস একসঙ্গে অনেক জন্মালে তা একত্রে কার্বন জাতীয় পিট মাটি (Peat soil) গঠন করে। পিট মাটির জলধারণ ক্ষমতা বেশি হওয়ায় চাষের উপযোগী। এ ছাড়া পিট জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়।
  • মোড়ক বাঁধাই-এর কাজ : শুকনো স্ফ্যাগনাম পিট মোড়ক বাঁধাইয়ের কাজে ব্যবহৃত হয়।
  • জলধারণ ক্ষমতা বৃদ্ধি : অনুর্বর জমিতে স্ফ্যাগনামের আচ্ছাদন সৃষ্টি করে চাষযোগ্য জমির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয়।
  • ড্রেসিং : স্ফ্যাগনামের জীবাণুনিবারণ ও জলশোষণ ক্ষমতা থাকায় এদের তুলোর বিকল্প হিসেবে ড্রেসিং-এর কাজে ব্যবহার করা হয়।
  • ভূমিক্ষয় রোধ : অধিকাংশ মস জাতীয় উদ্ভিদের জলধারণ ও জলশোষণ ক্ষমতা থাকায় এরা ভূমিক্ষয় থেকে কৃষিজমিকে রক্ষা করে।
  • ভেষজ হিসেবে : মার্কেনসিয়া পলিমরফা (Marchantia polymorpha) যকৃৎ ও ফুসফুসের পীড়ায় ব্যবহার হয়। স্ফ্যাগনাম (sphagnum) থেকে প্রস্তুত ফ্যাগনল চর্মরোগের চিকিৎসায় ব্যবহার হয়।
  • দূষণ নির্দেশক হিসেবে : ব্রায়োফাইটা জাতীয় কিছু উদ্ভিদ প্রজাতি বায়ুদূষণ অধ্যুষিত এলাকায় বসবাস করতে পারে না বলে এদের দূষণ-নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। এরূপ প্রজাতি হল Frullania muscicola, Lophocolea minor প্রভৃতি।
  • অন্যান্য উদ্ভিদের বাসভূমি : মস জাতীয় উদ্ভিদ পর্বতগাত্রে একটি সবুজ আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণের মধ্যে অন্যান্য উদ্ভিদের বাসভূমি তৈরি হয়।

====>>> সুন্দরবন অঞ্চলের মানুষদের অর্থনৈতিক কার্যাবলী

RANI250

My name is Rani Biswas, a web designer with six years of experience and the owner of dishacoachingcentre.com, a dedicated educational platform offering high-quality learning resources.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button