ভারতের নানা প্রান্তে জলবায়ুর বিভিন্নতার জন্য কী কী কারণকে দায়ী করা যায় ?

জলবায়ুর বিভিন্নতা : ভারত ‘মৌসুমী জলবায়ুর দেশ’ হলেও এখানে জলাবায়ুর বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। অধ্যাপক কোপেন ভারতীয় জলবায়ুকে ৭টি অঞ্চলে বিভাজিত করে দেখিয়েছেন এখানকার জলবায়ু কতটা বৈচিত্র্যপূর্ণ। নিম্নে এই বৈচিত্র্যতার কারণগুলি আলোচনা করা হল-
ভারতের নানা প্রান্তে জলবায়ুর বিভিন্নতার জন্য কী কী কারণ দায়ী –

(i) অক্ষাংশগত অবস্থান
8°4′ থেকে 37°6′ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত ভারতের মধ্য দিয়ে কর্কটক্রান্তিরেখা (23° উঃ) প্রসারিত। ফলে সামগ্রিকভাবে উত্তর ভারতের জলবায়ু নাতিশীতোয়, দঃ ভারতের জলবায়ু উন্নমণ্ডলের অন্তর্ভুক্ত।
(ii) উন্নতাগত প্রভেদ
আমরা জানি। কিমি উচ্চতা বাড়ার সাথে সাথে 6.4°C করে উন্নতা বাড়তে থাকে। তাই হিমালয় পার্বত্য অঞ্চলের চেয়ে গাঙ্গেয় সমতলভূমির জলবায়ু পৃথক প্রকৃতির।
(iii) পর্বতের অবস্থান
উত্তরে হিমালয় পর্বত প্রাচীরের ন্যায় অবস্থান করায় যেমন শীতল সাইবেরিয় বাতাস ভারতে প্রবেশ করতে পারে না, তেমনি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়।
(iv) ভূ-প্রকৃতি
ভূ-প্রকৃতিগত পার্থক্যের কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ু লক্ষ্য করা যার। দাক্ষিণাত্য মালভূমির পূর্ব ও পশ্চিম উপকূলীয় অংশে এই কারণে জলবায়ুগত পার্থক্য বজায় রয়েছে।
(v) সমুদ্র সান্নিধ্য
উপদ্বীপ ভারতের উপকূলবর্তী রাজ্য ওড়িষ্যা, অস্ত্রপ্রদেশ, তামিলনাড়ুর জলবায়ু যতটা সমভাবাপন্ন, সে তুলনায় মরু সংলগ্ন রাজস্থান, পাঞ্জাব এর জলবায়ু পৃথক।
(vi) মৌসুমী বায়ুর প্রকৃতি
সর্বোপরি মৌসুমী বৃষ্টিপাতের স্থায়িত্ব আগমন, প্রত্যাগমন, খামখেয়ালীপনার পার্থক্য কোথাও জলবায়ু আর্দ্র , আবার কোথাও জলবায়ু শুষ্ক প্রকৃতির হয়ে থাকে।




