আঞ্চলিক ভূগোল ( B.A )
সুন্দরবন অঞ্চলের মানুষদের অর্থনৈতিক কার্যাবলী উল্লেখ কর।

সুন্দরবন অঞ্চলের অর্থনৈতিক কার্যাবলী : বিশ্বের বৃহত্তম নদীগঠিত ব-দ্বীপ অঞ্চল হল সুন্দরবন অঞ্চল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণ জেলার ১৫টি থানা নিয়ে প্রায় ৪২৬৪ বর্গকিমি এলাকা জুড়ে এই ব-দ্বীপ অঞ্চলটি গঠিত। এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল- (ক) কৃষিকাজ, (খ) বনজ সম্পদ আহরণ, (গ) মৎস্য শিকার, (ঘ) পর্যটন শিল্প প্রভৃতি।
সুন্দরবন অঞ্চলের মানুষদের অর্থনৈতিক কার্যাবলী –

- কৃষিকাজ : সুন্দরবন অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ অর্থাৎ বেশিরভাগ মানুষ ধান চাষের উপর নির্ভরশীল। এছাড়া শাকসব্জী, ফলমূল চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে।
- বনজ সম্পদ আহরণ : কৃষিকাজের পর অন্যান্য সময়ে বনজ সম্পদ অর্থাৎ বনের মধ্যে মোম, পাতা, কাঠ, জ্বালানি প্রভৃতি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে।
- মৎস্য শিকার : নদীর খাঁড়ি অঞ্চলে মৎস্য শিকার, মিন ধরা, কাঁকড়া ধরা প্রভৃতি এই অঞ্চলের মানুষের এক উল্লেখযোগ্য অর্থনৈতিক কার্যাবলী। সুন্দরবন অঞ্চলের গলদা চিংড়ি শুধু ভারতবর্ষ নয় বিশ্বেও যথেষ্ট কদর রয়েছে।
- পর্যটন শিল্প : পর্যটন শিল্প থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক বুজি রোজগার করে থাকে ঐ অঞ্চলের অধিবাসীরা। নৌকা, স্টিমার, হোটেল ব্যবসা প্রভৃতির মাধ্যমে এই অর্থ উপার্জন করে থাকে স্থানীয় বাসিন্দারা।
====>>> কলকাতাকে Metropolition শহর



