PM Awas yojana List – দিনশেষে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য মাথা গোজার ঠাঁই হিসেবে নিজস্ব একটা বাড়ি থাকা জরুরী। নিজের বাড়িতে দুদণ্ড স্বস্তির নিশ্বাস নেওয়াটাও যেন একটা আলাদা অনুভূতি। কিন্তু আমাদের দেশে এমন অনেক দুঃস্থ মানুষ আছেন, যাদের মাথার উপরে নিজস্ব ছাদ নেই। অক্লান্ত পরিশ্রম করেও কোন রকম একটা বাড়ি বানাতে সক্ষম হন না। সেখানে পাকা বাড়ি বানানো যেন তাদের কাছে দুঃস্বপ্নের মত। তবে এই সব দুঃস্থ মানুষের কথা ভেবে সরকার এক বিশেষ প্রকল্প চালু করেছেন।
এই প্রকল্পটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas yojana List). যাদের মাথার উপর পাকা ছাদ নেই, সরকার এই প্রকল্পের মাধ্যমে তাদের পাকা বাড়ি বানিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা গরিব এবং যাদের মাথার উপর পাকা ছাদ নেই, কেবলমাত্র তাঁদেরকেই সরকার আবাস প্লাস যোজনার (PM Awas Plus List) অধীনে বাড়ি তৈরি করে দেয়। এটা কোনও নতুন প্রকল্প নয়, বেশ কিছু বছর আগেই এই প্রকল্প চালু হয়েছে।
PM Awas yojana List 2023.
এই প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য সরকারের থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েকটি শর্তও রয়েছে। যদি কোন পরিবারের সদস্য সরকারি চাকরি করে বা যাদের পাকা বাড়ি আছে তারা এই আবাস প্লাস যোজনার (PM Awas Plus Gramin list) সুবিধা পাবেন না।
সম্প্রতি ২০২৩ সালের আবাস যোজনার (PM Awas Plus List) নতুন গ্রাহকদের তালিকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। অনলাইনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার এই নতুন তালিকায় আপনার নাম আছে কিনা খোঁজ নিয়েছেন কি? যদি খোঁজ না নিয়ে থাকেন তাহলে খুব সহজেই বাড়ি বসে আবাস প্লাসের নামের তালিকাটি দেখে নিতে পারেন। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
আবাস যোজনার লিস্ট (PM Awas yojana List) দেখবেন কিভাবে?
- ১) স্মার্টফোন বা ল্যাপটপ থেকে আবাস যোজনার ওয়েবসাইট https://pmayg a.nic.in/ – যেতে হবে।
- ২) এরপর ‘Awaassoft’ অপশনের মধ্যে থাকা ‘Report’ অপশনে ক্লিক করতে হবে।
- ৩) সেখানে গিয়ে ‘Beneficiary details for verification’ অপশনে ক্লিক করতে হবে।
- ৪) এবার রাজ্য, জেলা, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ও কোন সালের লিস্ট চেক করতে চান তা উল্লেখ করতে হবে।
- ৫) এরপর Submit’ অপশানে ক্লিক করলেই নতুন নামের তালিকাটি চলে আসবে।
PM Awas yojana List- এই নতুন তালিকায় আপনার নাম আছে কিনা এভাবেই খুব সহজেই খুঁজে নিতে পারবেন। তাই আর দেরি না করে এক্ষুনি দেখে নিন আবাস প্লাস যোজনার তালিকায় আপনার নাম আছে কিনা।