Madhyamik Result – খুলে দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর ওয়েবসাইট, এখুনি নম্বর দেখুন।

WBBSE Madhyamik Result 2023 – মাধ্যমিকের ফলপ্রকাশ।

WBBSE Madhyamik Result 2023 – এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে চিন্তায় রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। যদিও সূত্র মারফত আমরা আগেই জেনেছিলাম যে মে মাসে তৃতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু বোর্ডের তরফে চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি তখনও। তবে এবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হলো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ( WBBSE Madhyamik Result ) বেরোনোর টেনটেটিভ ডেট।

এবছর মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার বিশেষভাবে সতর্ক মূলক ব্যাবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত ৪ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়েছিল এ বারের মাধ্যমিক পরীক্ষার। এবারে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও পরীক্ষা কেন্দ্র গুলিতে সিসিটিভি লাগানো ,নজরদারি করা প্রভৃতি বিভিন্ন করাকরি করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করে একটি বিশেষ অ্যাপ ও বানিয়েছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন – WBPSC মাধ্যমে Group-C পদে কর্মী নিয়োগ করা হবে।

পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন দেওয়া হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে কোন বিশৃঙ্খলা হচ্ছে নাকি, পরীক্ষা কেন্দ্রগুলি থেকে কোনও অভিযোগ আসছে নাকি যাবতীয় বিষয় অ্যাপের মাধ্যমে সরাসরি জানানর ব্যাবস্থা ছিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কাছে। তার জন্য প্রত্যেকটি জেলাতেই বিশেষভাবে নজর দেওয়ার জন্য কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকও রাখা হয়েছিল। তবে এসব সরিয়ে রেখে এখন জেনে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ( Madhyamik Result ) বেরোনোর দিন।

WBBSE Madhyamik Result 2023.

WB Summer Vacation

সূত্র অনুযায়ী মে মাসের কুড়ি তারিখ নাগাদ বের হতে পারে এ বছর ( Madhyamik Result ) মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বর্ষার তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই মাধ্যমিকের সমস্ত খাতা দেখা শেষ করে ফেলেছেন তারা। এবং খাতা জমাও পড়ে গেছে পর্ষদের কাছে। এখন শুধুমাত্র চূড়ান্ত রেজাল্ট তৈরির অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়া মাধ্যমিক পরীক্ষার ( WBBSE Madhyamik Result 2023 ) ফল প্রকাশের জন্য চূড়ান্ত প্রস্তাবও পৌঁছে গিয়েছে শিক্ষা দপ্তরে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে শিক্ষা পর্ষদ এই দিনেই তাদের রেজাল্ট বের করতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন – WBCHSE HS Result 2023.

এবছর মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২৩ শে ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এবছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লাখ ৯৮ হাজার  ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৬হাজার ২১ জন। তবে পুরনো ফ্রেন্ডের কথা মাথায় রেখেই এ বছরও পরীক্ষা ৯০ দিনের মাথায় রেজাল্ট বের করতে হয়তো সক্ষম হবে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE).

আরও পড়ুন –WB Summer Vacation: এই মুহূর্তের খবর, বাতিল গরমের ছুটি! কি বললেন মুখ্যমন্ত্রী।

FAQ regarding WBBSE Madhyamik Result.

Where can I check the WBBSE Madhyamik Result?

WBBSE official website, wbresults.nic.in.

What is the passing marks of WBBSE Madhyamik?

34 per cent as per total of Full Marks.

Full Name of WBBSE?

West Bengal Board of Secondary Education (WBBSE).

When is the release date of WBBSE Madhyamik Result 2023?

The WBBSE Madhyamik Result 2023 is expected to be released on May 2023 tentatively,

Join Join