Bhavishya Nidhi Prakalpa – পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল অস্থায়ী শ্রমিক এবং জমিহীন কৃষকদের জন্য দারুন সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার । পশ্চিমবঙ্গ সরকার তাদের রাজ্যবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে বারবার হাঁচির হয়। এবারও তারা হাজির হলো অস্থায়ী শ্রমিক এবং জমি হীন কৃষকদের জন্য এক নতুন প্রকল্প নিয়ে। কৃষক থেকে শুরু করে শ্রমিক, শিশু কিংবা নারী সকল সাধারণ মানুষই এই জনকল্যাণমূলক প্রকল্পগুলির আওতায় রয়েছে। এই নতুন প্রকল্পের নাম হলো ভবিষ্যনিধি প্রকল্প। চলুন এবার এই প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত:
ভবিষ্যনিধি প্রকল্প আবেদনের যোগ্যতা
- আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যিক।
- সব মিলিয়ে ৫০ শতকে বেশি জমি থাকলে আপনি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
- আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ হওয়া আবশ্যিক।
- আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় অবশ্যই ৬৫ হাজার টাকার কম হতে হবে।
- নির্মাণ কর্মী এবং পরিবহণ কর্মীদের এই প্রকল্পে আবেদন করার জন্য কোন ইনকামের উদ্ধসীমা নেই।
ভবিষ্যনিধি প্রকল্পে (Bhavishya Nidhi Prakalpa) আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন ?
- পাসপোর্ট সাইজের ফটো।
- ভোটার কার্ডের কপি।
- আধার কার্ডের ফটো কপি।
- ব্যাংকের প্রথম পৃষ্ঠার ছবি।
- জমির রেকর্ডের কাগজপত্র
- খাদ্যসাথী ও স্বাস্থ্য সাথী কার্ড আসল ও একটি ফটো কপি
আরও পড়ুন – PM Kisan Yojana – প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবার পাবেন ৪০০০ টাকা ! জানুন কিভাবে।
ভবিষ্যনিধি প্রকল্পের (Bhavishya Nidhi Prakalpa) অধীনে কি কি সুবিধা পাওয়া যাবে?
- অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যত নিয়ে ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা রয়েছে। এতে শ্রমিকদের ভবিষ্যত এ নির্দিষ্ট পরিমানে টাকা পাবে।
- স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ চিকিৎসার জন্য 60 হাজার টাকা সহায়তা।
- পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধা।
- সর্বাধিক দুটি সন্তানের পড়াশুনার জন্য বাৎসরিক সরকারী অনুদান স্বরূপ টাকার সুবিধা।
- নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প।
- পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প।
এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি | How to apply Bhavishya Nidhi Prakalpa?
- প্রথমে আপনাকে বিডিও অফিসে কিংবা ভূমি দপ্তর থেকে আবশ্যিক ফর্মটি সংগ্রহ করতে হবে।
- এরপর ফ্রন্টে চাওয়া সকল তথ্য সঠিকভাবে দিয়ে ফর্ম টিকে ফিলাপ করতে হবে।
- পরবর্তী ধাপে ফর্মটির পার্ট ২ এ আপনি যে ভবিষ্যনিধি প্রকল্পের নাম নথিভুক্ত করার উপযুক্ত এবং আপনার জমির পরিমাণ উল্লেখ করে গ্রাম পঞ্চায়েতের সদস্য/ পঞ্চায়েত সমিতির সদস্য/ জেলা পরিষদের সদস্যর থেকে সাক্ষর করাতে হবে। এর পাশাপাশি বি. এল. এল. আর. ও এর থেকে এই একই বিষয়ে সম্মতি দিয়ে সাক্ষর করাতে হবে।
- এরপর ধর্মের সঙ্গে থাকা মুডোনায়নপত্র সঠিকভাবে ফিলাপ করতে হবে এবং আপনি যাকে নমিনি করতে চান তার নাম এবং ডিটেলস ঠিকঠাক ভাবে দিতে হবে।
- সঠিকভাবে পূরণ করার পর নিচে আপনার স্বাক্ষর করবেন।
- সবশেষে ফ্রম টিকে বিডিও অফিসে কিংবা ভূমি দপ্তরে জমা করতে হবে।
আরও পড়ুন – Jaago Prokolpo – রাজ্যের মহিলারা ১০০০ টাকা না প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন! বিস্তারিত জানুন