PM Sauchalay Yojana – আবেদন করুন প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় এবং পেয়ে যান ১২,০০০ টাকা।

PM Sauchalay Yojana – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন জনবুখী প্রকল্প নিয়ে এসেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো স্বচ্ছ ভারত অভিযান। একটি প্রকল্প প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা (PM Sauchalay Yojana). ভারত গড়ার লক্ষ্যেই এই প্রকল্প নিয়েছে কেন্দ্র।

এই প্রকল্পের আওতায় যে সমস্ত ব্যক্তির বাড়িতে কোন শৌচালয় নেই, বাইরে মাঠে-ঘাটে অথবা কোন কাঁচা শৌচালয়ে শৌচ কর্ম করে তাদের ই নতুন শৌচালয় বানাতে টাকা দেবে কেন্দ্রীয় সরকার । এই যোজনায় (PM Sauchalay Yojana) নাম নথিভূক্ত করা মানুষদেরকে ১২ হাজার অব্দি টাকা অনুদান দেওয়া হতে পারে। আপনার বাড়িতে যদি শৌচালয় না থাকে অথবা কাঁচা শৌচালয় থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য অবশ্যই নাম নথিভুক্ত করাতে পারেন। আপনি খুব সহজেই নিজের বাড়িতে বসে আপনার নাম নথিভুক্ত করাতে পারবেন। জেনে নিন নাম নথিভুক্ত করার পদ্ধতি সমূহ।

কি ভাবে আবেদন করবেন PM Sauchalay Yojana ২০২৩ জেনেনিন।

১) এই যোজনার (PM Sauchalay Yojana) জন্য আবেদন করতে গেলে প্রথমেই আপনাকে স্বচ্ছ ভারত অভিযানের অফিসিয়াল ওয়েবসাইট https://swachhbharatmission.gov.in/sbmcms/index.htm এ যেতে হবে।
২) একটি পেজ ওপেন হবে সেই পেজের নিচের দিকে স্ক্রল করলে Application Form For IHHL , এই অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার সামনে আসবে একটি নতুন পেজ। এখানে আপনি একটি সিটিজেন রেজিস্ট্রেশন বলে অপশন পাবেন, এই অপশন এ ক্লিক করে চাওয়া সেখানে চাওয়া সমস্ত তথ্য যেমন ফোন নম্বর, নাম, ঠিকানা, লিঙ্গ, রাজ্য ইত্যাদি সঠিকভাবে দিতে হবে।

আরও পড়ুন – Job Card – এই রাজ্যে বাতিল হল ১ কোটি জব কার্ড! আপনার নাম বাতিল হল নাতো, লিস্ট দেখেনিন।

৪) এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি পাসওয়ার্ড ও রেজিস্ট্রেশন আইডি পাবেন। যার মাধ্যমে আপনি লগইন করতে পারবেন।
৫) এরপর আপনাকে লগইন করে ওই পুরনো পাসওয়ার্ডটি চেঞ্জ করে আপনার মনের মতো একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে। এগুলি সম্পূর্ণ হলে হোম অপসনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।৬) যেখানে আপনি আপনার দেওয়া সমস্ত তথ্য ভেরিফিকেশনের জন্য দেখতে পাবেন। এবং বাঁদিকে থাকা মেনুবারের সাহায্যে আপনি প্রকল্পের (PM Sauchalay Yojana) জন্য আবেদন করতে পারবেন।

৭) বারে ক্লিক করার পর প্রথমে আপনি একটি অপশন দেখতে পাবেন নিউ এপ্লিকেশন। ওখানে ক্লিক করুন এবং ওখানে চাওয়া সমস্ত তথ্য দিন তারপর আপনার আধার নাম্বার দিয়ে আপনার আধার নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
৮) এরপর ওখানে চাওয়া আরও তথ্য যেমন আপনার নাম বাবার নাম আপনি বিপিএল না এ পি এল প্রভৃতি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।

এছাড়া আরো বিভিন্ন তথ্য চাওয়া হবে এবং টিক দিতে বলা হবে যেগুলি আপনাকে অবশ্যই ঠিকঠাক ভাবে দেখে বসাতে হবে। আপনি যদি আপনার মোবাইলের মাধ্যমে এপ্লাই করেন তাহলে অনেক সময় ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল এড্রেস প্রভৃতি ঘরগুলি পরিষ্কারভাবে দেখা যায় না, তাই এগুলি ফিলাপ করার সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর ডিটেলস দিয়ে এবং ওখান থেকে চাওয়া বিভিন্ন নথির স্ক্যান্ন কপি আপলোড করার পর, এপ্লাই অপ্সানে ক্লিক করতে হবে। এটি সম্পূর্ণ হলে আপনাকে একটি আইডি নাম্বার দেয়া হবে যে আইডি নম্বরটি আপনাকে ভবিষ্যতের জন্য অবশ্যই লিখে রাখতে হবে।

আরও পড়ুন – অবসর বয়সে হন লাখপতি ! বিনিয়োগ করুন কেন্দ্রীয় সরকারের এই পেনশন স্কিমে। – NPS Pension 2023.

Join Join