আপনার রেশন কার্ডের তথ্য (Ration card Correction) কি ভুল রয়েছে? বাড়িতে বসে মাত্র কয়েক মিনিট আপনার রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করে নিন। বর্তমানে ভারতে ডিজিটাল রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমানে আমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিজেদের বাড়ি বসে যাবেন ডিজিটাল রেশন কার্ড পেতে পারি। কিন্তু রেশন কার্ডে অনেক সময় অনেক কিছু ভুল থেকে যায় যেমন নাম এড্রেস প্রভৃতি।
সেগুলো ঠিক করতে আমাদের ছুটতে হয় রেশন অফিসে। কিন্তু সেসব এখন অতীত বর্তমানে আপনি বাড়ি বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার রেশন কার্ড সংশোধন (Ration card Correction) করতে পারেন তাও আবার বিনামূল্যে। আজ আমরা আপনাদেরকে সেই পদ্ধতি দেখাবো।
আরও পড়ুন – Jaago Prokolpo – রাজ্যের মহিলারা ১০০০ টাকা না প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন! বিস্তারিত জানুন
বাড়িতে বসে ডিজিটাল রেশন কার্ড সংশোধন (Ration card Correction) করার পদ্ধতি
- এই কাজটি করার জন্য সর্ব প্রথমে আপনাকে ডিজিটাল রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.food.wb.gov.in/ এ যেতে হবে।
- স্ক্রীনের বাঁদিকে থাকা ‘Ration Card’ অপশনে ক্লিক করুন।
- এরপর এপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে,For Correction In The Existing Ration Card Form 5’ অপশনটি বেছে নিন।
- এরপর আপনার সামনে একটি log In পেজ খুলবে।রেজিস্টার মোবাইল নম্বর দিন এবং ‘Get OTP’ অপশনে ক্লিক করুন।
- প্রথমবার login-এর ক্ষেত্রে আপনাকে রেশন কার্ডের বিবরণ দিতে হবে। বিবরণ প্রদানের পর আপনার পরিবারের সকল সদস্যের নাম স্ক্রীনে দেখতে পারবেন।
- এরপর আপনি যে তথ্যগুলি সংশোধন করতে চান সেই তথ্যগুলি প্রদান করুন এবং সাবমিট করুন।
- আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, এই পেজে আপনার সংশোধিত তথ্য গুলো যাচাই করতে পারবেন।
- তথ্য যাচাই করার পর ‘Check Box’-এ ক্লিক করুন।
- এরপর আরো একটি ‘Check Box’ আসবে আপনার সামনে, সেটিতে ক্লিক করে ‘Get OTP’ অপশনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বরে OTP আসবে, OTP যথাস্থানে বসিয়ে ‘Submit OTP’ অপশনে ক্লিক করুন।
- ফর্ম সঠিকভাবে সাবমিট হওয়ার পর আপনার সামনে একটি পেজ খুলবে, এই পেজ খুলে গেলে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে।
উপরে দেওয়া পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার রেশন কার্ড আপডেট করে নিতে পারেন। অর্থাৎ আপনার রেশন কার্ডের কোন ভুল (Ration card Correction) থাকলে সেগুলি আপডেট করে শুধরে নিতে পারেন। বর্তমানে অনলাইনে যুগে আপনাকে আর রেশন অফিসে গিয়ে লম্বা লাইন দিতে হবে না। অথবা পয়সা খরচা করে কাউকে দিয়ে ফর্ম ফিলাপও করাতে হবে না। তবে হ্যাঁ আপনি যদি উপরের পদ্ধতিগুলি ঠিকঠাক মতো ভাবে ফলো করতে না পারেন তাহলে আপনি আপনার নিকটবর্তী কোন সাইবার ক্যাফেতে গিয়েও এই কাজ করাতে পারেন। তবে সেক্ষেত্রে সাইবার ক্যাফে এই কাজটি করার জন্য কিছু চার্জ নিতে পারে।
আরও পড়ুন – PM Kisan Yojana – প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবার পাবেন ৪০০০ টাকা ! জানুন কিভাবে।