Ladli Behna Yojana – কেন্দ্রীয় নতুন প্রকল্পে মহিলারা মাসে পাবেন ১ হাজার টাকা।

Ladli Behna Yojana – ভারতের নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বর্তমানে বহু নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে। তবে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকার ও কোনো অংশে পিছিয়ে নেই। তারাও তাদের রাজ্যে বসবাসকারীদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসতে থাকে। তেমনি মধ্যপ্রদেশ সরকার দ্বারা পরিচালিত একটি যোজনা হল লাডলি বেহনা যোজনা (Ladli Behna Yojana). মধ্যপ্রদেশে বসবাসকারী নারীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই প্রকল্প শুরু করেছে মধ্যপ্রদেশ সরকার।

২০২৩ সালের ১৫ই মার্চ থেকে এই প্রকল্প (Ladli Behna Yojana) শুরু করা হয়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে মধ্যপ্রদেশের স্থায়ী বসবাসকারী হতে হবে এবং আবেদনকারী মহিলাদের বয়সসীমা ২৩-৬০ বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পের (Ladli Behna Yojana) দরুন মধ্যপ্রদেশে বসবাসকারী মহিলারা মাসে হাজার টাকা করে পাবেন।

আরও পড়ুন – SBI ATM Franchise দিচ্ছে বাড়িতে বসে প্রতি মাসে ৬০,০০০ টাকা আয় করার সুযোগ, জানুন বিস্তারিত।

Ladli Behna Yojana কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়াতেই আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য আপনি https://cmladlibahna.mp.gov.in/home.aspx এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এবং অফলাইনে আবেদনের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড অফিস, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হওয়ায় ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারেন। এই প্রকল্পে (Ladli Behna Yojana) আবেদন করার পর আপনাকে প্রমাণপত্র হিসাবে একটি সংশয় পত্র অথবা রশিদ ডাউনলোড করতে হয়। অনেকে এটি ডাউনলোড করার পদ্ধতি জানেন না।

১) সর্ব প্রথমে আপনাকে এপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটটি দেয়া হয়েছে ওই ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে।২) এরপরে আপনার সামনে এপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন থাকবে সেই অপশনে আপনায় ক্লিক করতে হবে।
৩) আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আবেদনকারীর আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
৪) নিচে থাকা সাবমিট বাটানে ক্লিক করে এটিকে সাবমিট করতে হবে ।
৫) আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে যেখানে রসিদ বা শংসাপত্র দেখার বিকল্প দেখা যাবে।
৬) আপনার সামনে প্রিন্ট বলে একটু অপশন থাকবে সেই অপশনে ক্লিক করলে আপনার সামনেই সংশয় পত্রটি খুলে যাবে এবং আপনি এটিকে প্রিন্ট আউট করতে পারবেন।

তবে আপনি প্রিন্ট আউট না করতে চাইলে আপনি এদিকে ডাউনলোড করেও রেখে দিতে পারবেন। এরকম প্রকল্প (Ladli Behna Yojana) পেয়ে খুশি মধ্যপ্রদেশের মহিলা মন্ডলী। তারা মধ্যপ্রদেশে বর্তমান সরকারকে এই প্রকল্পের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছে ।

আরও পড়ুন – PMMVY – এই প্রকল্পে এবার দেশের সমস্ত মহিলারা পাবেন বছরে 5000 টাকা !

Related Articles

Back to top button