Asha Karmi Recruitment – চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। যে সব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করে চলেছেন, তাদের জন্য নতুন নিয়োগের খবর রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এই নিয়োগ করা হবে। রাজ্যে ফের নতুন করে আশা কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি (Asha Karmi Recruitment) জারি করা হয়েছে। মূলত জেলা লেভেলে বিডিও অফিসের তরফে কর্মী নেওয়া হবে। যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি ভালো সুখবর। আর দেরি না করে চলুন তবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নেওয়া যাক।
Asha Karmi Recruitment 2023 Notification.
নিয়োগকারী সংস্থা | মহকুমার অধীনস্থ ব্লক তথা বিডিও অফিসের অধীনে |
পদের নাম | পঞ্চায়েতে সাব সেন্টারে আশাকর্মী |
আবেদনের সময়সীমা | ৩১/০৮/২০২৩ মধ্যে আবেদন করতে হবে |
আরও পড়ুন – PM Kisan Instalment – PM Kisan এর টাকা পাচ্ছেন না, না পেলে এই কাজগুলি করুন
শিক্ষাগত যোগ্যতা
পশ্চিমবঙ্গ জেলা লেভেলে মহকুমার অধীনস্থ ব্লক তথা বিডিও অফিসের অধীনে এই নিয়োগ (Asha Karmi Recruitment) করা হবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সাব সেন্টারে আশাকর্মী নিয়োগ করা হবে।
চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা এবং আবেদন পদ্ধতি।
এই আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST প্রার্থীরা ২২-৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। Asha Karmi Recruitment নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- ১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে বের করে নিতে হবে।
- ২) এরপর নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করতে হবে।
- ৩) একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। যাতে ভবিষ্যতে এই নিয়োগের যাবতীয় আপডেট পেতে পারেন।
- ৪) আবেদনপত্রে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করতে হবে এবং ফর্মের মধ্যে একটি সিগনেচার করতে হবে।
- ৫) সবশেষে ফর্মটি এবং নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
আশা কর্মী (Asha Karmi Recruitment) পদের নিয়োগের ক্ষেত্রে মূলত কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদন জমা করার পর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে যোগ্য প্রার্থীদের বেছে আশাকর্মী পদে নিযুক্ত করা হবে। আবেদনকারী প্রার্থীরা আগামী ৩১/০৮/২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত আর বিস্তারিত তথ্য জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন থেকে বিস্তারিত জেনে নেবেন।
অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন – https://s24pgs.gov.in/assets/webdoc/mediaupload/3028217a1111ac8f1e5db37bbc267f31.pdf
আরও পড়ুন – Teachers Arrested – জেলবন্দি ৪ শিক্ষক কত টাকা দিয়ে চাকরি পান? জানলে চমকে যাবেন