Best five Private Scholarships – মাধ্যমিক বা উচ্চ-মাধ্যমিক অথবা কলেজ ছাত্রছাত্রী ভালো নম্বর পেলে খোঁজে ভালো স্কলারশিপ, বিশেষ করে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বর্তমানে ভারতে প্রচুর পরিমাণে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ রয়েছে।
তার মধ্যে আজ আমরা কথা বলব বেসরকারী পাঁচটি (Best five Private Scholarships) সবথেকে ভালো স্কলারশিপ কে নিয়ে যা আপনার কাজে লাগবেই। এই প্রতিবেদনের আমরা আলোচনা করব এমন কিছু বেসরকারি স্কলারশিপ সম্পর্কে যা পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য একটি গুরুত্ব পূর্ণ প্রতিবেদন, তাছাড়াও আমরা বলবো কোন স্কলারশিপ কত টাকা মিলবে।
৫ টি বেসরকারি স্কলারশিপ (Best five Private Scholarships).
এই ৫ টি বেসরকারি স্কলারশিপ গুলি হল ১)জি.পি বিড়লা স্কলারশিপ, ২)জিন্দাল স্কলারশিপ, ৩)আলো মেধা স্কলার্শিপ, ৪)অনন্ত মেধা স্কলারশিপ, ৫) রায়-মার্টিন স্কলারশিপ। চলুন এবারে জেনে নেই কোন স্কলারশিপে (Best five Private Scholarships) কতটা অর্থনৈতিক সাহায্য মিলবে। আপনি অনলাইনে তাদের অফিসিয়াল সাইটের মাধ্যমে এই স্কলারশিপ (Best five Private Scholarships) গুলির জন্য আবেদন করতে পারেন অথবা কিছু পোস্ট/ডাকযোগে অফলাইনেও আবেদন করতে পারেন।
১) জি.পি বিড়লা স্কলারশিপ (GP Birla Foundation Scholarship)
জি.পি বিড়লা স্কলারশিপ- দেশের সমস্ত বেসরকারি স্কলারশিপ গুলির মধ্যে এটি সবথেকে ভালো একটি স্কলারশিপ। স্কলারশিপ এ আবেদন করতে গেলে দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম 80 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করা আবশ্যিক। এবং তার পারিবারিক বার্ষিকায় তিন লাখ টাকার কম ও সেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যিক। এই স্কলারশিপে সর্বোচ্চ 50,000 টাকা অবধি পাওয়া যায়।
২) জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship Foundation).
জিন্দাল স্কলারশিপ– সিতারাম জিন্দাল ফাউন্ডেশন” ট্রাস্ট দ্বারা এই জিন্দার স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপ এ শিক্ষার্থীরা ১০০০০ থেকে ৩৫ হাজার অব্দি টাকা পেতে পারে। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র থেকে শুরু করে আইটিআই করা , স্নাতক করা অথবা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
৩) আলো মেধা স্কলার্শিপ (ALO Merit Scholarship)
আলো মেধা স্কলার্শিপ- ALO স্কলারশিপ চ্যারিটি অর্গানাইজেশন দাঁড়া এই আলো স্কলারশিপ প্রদান করা হয়।বিপিএল পরিবারের মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপে আবেদন করলে ছাত্র-ছাত্রীরা বছরে পাঁচ হাজার টাকা অব্দি পেতে পারে। এই স্কলারশিপ পেতে গেলে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা আবশ্যিক।
৪) অনন্ত মেধা স্কলারশিপ (Anant Foundation Scholarship).
অনন্ত মেধা স্কলারশিপ- এই স্কলারশিপ সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য প্রদান করা হয়ে থাকে। দশম অথবা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করার জন্য এই স্কলারশিপ টি প্রদান করা হয়। এই স্কলারশিপ এ ছাত্রছাত্রীরা বছরে 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
৫) রায়-মার্টিন স্কলারশিপ (Ray & Martin Scholarship).
রায়-মার্টিন স্কলারশিপ- বই প্রকাশক কোম্পানির রায় এন্ড মার্টিন এই স্কলারশিপ দিয়ে ছাত্রছাত্রীদের সুবিধা প্রদান করে থাকে। এই স্কলারশিপ এ আবেদন করলে আপনি এককালীন ১০,০০০ টাকা পেতে পারেন। এই স্কলারশিপ পেতে গেলে কোন সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করা আবশ্যিক।
উপরের দেওয়া এই পাঁচটি স্কলারশিপে (Best five Private Scholarships) আপনি অবশ্যই আবেদন করে দেখতে পারেন। এই স্কলারশিপ গুলি (Best five Private Scholarships) সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদন গুলি দেখতে পারেন। সেখানে আপনি এ সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুন – ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! জেনে নিন