DA Hike – DA নিয়ে বড়সড় সিদ্ধান্ত শোনালো সরকার। কর্মচারীদের বাড়তে চলেছে ডিএ!

DA Hike – সরকারী কর্মচারীদের ও পেনশনভোগীদের অন্তত বছরে দুবার জানুয়ারি মাসে ও জুলাই মাসে ডিএ বাড়ানো হয়। এবছরের শুরুতেই ডিএ নিয়ে ইঙ্গিত দিয়েছিল সরকার তবে জুলাই মাসে ফের ডিএ বাড়বে ভেবে আশায় বুক বাধছিলেন সরকারি কর্মচারীরা। তবে কেন্দ্রীয় সরকার এবিষয়ে কোনো ইঙ্গিত না দেওয়ায় তারা বিশেষত সংশয় ছিলেন।

শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ডিএ (DA Hike) নিয়ে ঘোষণাকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে সরকারী কর্মচারীদের জন্য ভালো খবর আসতে চলেছে। কেন্দ্র গত বছর জুন মাসে AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করে। এই AICPI সূচকই DA বৃদ্ধির হার নির্ধারণ করে থাকে। জুনে পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যেখানে মে মাসে সূচক ছিল ১৩৪.৭ সেটা জুনে বেড়ে হয়েছে ১৩৬.৪ ।

আরও পড়ুন – PNB Bank Account – পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা, এটি না করলে অ্যাকাউন্ট সিজ হতে পারে।

অর্থাৎ জুনে সূচকের মাত্রা ১.৭ হার বৃদ্ধি পেয়েছে। এর পর আশা করা হচ্ছে যে DA বাড়তে চলেছে সরকারী কর্মচারীদের। কেন্দ্রীয় তরফে জানানো হয়েছে যে DA (DA Hike) বাড়তে পারে ৪ শতাংশ হারে। আশা করা হচ্ছে যে খুব শ্রীঘ্রই DA নিয়ে সুখবর শোনাতে চলেছে কেন্দ্র।

কবে থেকে পাবেন ডিএ? (DA Hike)

সর্বশেষ DA সংশোধনের পর চলতি বছরের শুরু থেকে ৪২ শতাংশ হারে DA পাচ্ছেন সরকারী কর্মচারীরা। জুলাই এর সংশোধনের পর আরো ৪ শতাংশ DA বাড়লে মোট ৪৬ শতাংশ হারে DA পাবেন সরকারী কর্মচারীরা। দেশে মোট পেনশনভোগী ও সরকারী কর্মচারীদের সংখ্যা ৬৯.৮৬ লক্ষ ও ৪৬.৫৮ লক্ষের কাছাকাছি। আগামী মাসে কেন্দ্র কিছু সিদ্ধান্ত ঘোষণা করবে বলেই মনে করা হচ্ছে। আর সেই দিনের অপেক্ষায় রয়েছেন সকল পেনশনভোগী ও সরকারী কর্মচারী।

আরও পড়ুন – Asha Karmi Recruitment – আশাকর্মী নিয়োগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

Join Join