DA Latest Update – DA নিয়ে বিচারপতি গাঙ্গুলির রাজ্যকে কি বললেন ! মানবেন মুখ্যমন্ত্রী?

DA Latest Update – পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা, বহুদিন ধরেই তাদের প্রাপ্য ডিএ জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে রাজ্য সরকার তাদের এই বকেয়া শোধ না করায় এই নিয়ে চলছে বিভিন্ন মামলা। তেমনই এক মামলার এবার উঠলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

এই মামলা তার কাছে যাওয়ার পর তিনি এই ডিএ মামলা (DA Latest Update) নিয়ে এক মন্তব্য করেন সরকারি পক্ষের উকিলের কাছে। কিন্তু তিনি এই মামলা নিয়ে কি বললেন এবং কি রায় দিলেন আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব বিস্তারিত।

যখন এই মহার্ঘ ভাতা (DA Latest Update) সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাঞ্চে পৌঁছায় তখন তিনি সরকারি পক্ষের উকিল কে কটাক্ষ করে বলেন, কর্মচারীদের প্রাপ্য বাকিটা মিটিয়ে দিন না তাহলেই তো এই ঝামেলার শেষ হয়ে যায়। এই মামলা সূত্রপাত হয় যখন এক ব্যক্তি তার প্রাপ্য মহার্ঘ ভাতা পাওয়ার জন্য আন্দোলনে সামিল হন।

আরও পড়ুন – SVMCM Scholarship – স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে কোন ক্লাসে কত টাকা পাবেন জানেন কি?জেনে নিন

অভিযোগ এই আন্দোলনে সামিল হওয়ার পরেই নাকি তার কাছে আসে বদলির নোটিশ। কিন্তু শুধুমাত্র (DA Latest Update) আন্দোলন করার জন্য কি সরকার কারোর বদলির নোটিশ দিতে পারে এই নিয়েই সেই ব্যক্তির মামলা করে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা গিয়ে পৌঁছায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

ওই ব্যক্তির দাবি তিনি যখন দশই এপ্রিল আন্দোলনে সামিল হলেন ঠিক তার চারদিন পরে অর্থাৎ 14ই এপ্রিল তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। এবং তার কিছুদিন পরই তাকে বদলির নোটিশ দেওয়া হয়। বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, সত্যিই কি শুধুমাত্র আন্দোলনে (DA Latest Update) সামিল হওয়ার জন্য কোন ব্যক্তিকে বদলির নোটিশ পাঠানো যায়।

যদিও এখনো অব্দি এই মামলায় কোনরকম রায় প্রদান করা হয়নি হাইকোর্ট তরফে। তবে এই মামলায় কি শুনানি দেবে কোট তা এখন সময়ের অপেক্ষায়। তবে এটি প্রথম নয় এর আগে এই মহার্ঘ ভাতা (DA Latest Update) সংক্রান্ত বিষয় নিয়ে বহু মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে যেগুলি মধ্যে বেশিরভাগ এখনো বিচারাধীন।

আরও পড়ুন- SMS এর মাধ্যমে খুব সহজেই লিংক করুন আপনার প্যান ও আঁধার

Join Join