জেনে নিন কেন্দ্রীয় সরকারের পাঁচটি সেবা স্কলারশিপ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বর্তমানে ভারতে প্রচুর পরিমাণে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ রয়েছে। তার মধ্যে আজ আমরা কথা বলব কেন্দ্রীয় সরকারের পাঁচটি সবথেকে ভালো স্কলারশিপ নিয়ে, এবং কারা কারা এই সুবিধাটা পাবেন ও কত টাকা পর্যন্ত অর্থনৈতিকভাবে সাহায্য পাবে? জানতে হলে পুরো প্রতিবেদনটি পড়ুন।
সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ (Central Sector Scholarship).
উচ্চমাধ্যমিক বা তার সমতুল পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়। যে কোনও প্রফেশনাল কোর্সে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পেতে পারেন। এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল যে কোন পরীক্ষায় ৮০% নম্বর থাকতে হবে। প্রতিবছর ৮২০০০ জন ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ পান। ডিপ্লোমা বা ডিসটেন্স মোডে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা পাবেন না। এই স্কলারশিপ এর সুবিধা পেতে পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই ৪.৫ লক্ষ টাকার নীচে থাকতে হবে।
পিজি ইন্দিরা গান্ধী স্কলারশিপ (Indira Gandhi Single Girl Child Scholarship).
ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পাঠরতা ছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা পেতে পারেন। স্কলারশিপে আবেদনের জন্য বয়স হতে হবে ৩০ বছরের নিচে। ডিসটেন্স মোডে যারা স্নাতকোত্তরে পড়াশোনা করছেন, তাঁরা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য নন। প্রতিবছর ৩০০০ জনকে এই স্কলারশিপ দেওয়া হয়। বছরে ৩৬ হাজার ২০০ টাকা পাওয়া যায় এই স্কলারশিপের মাধ্যমে।
সক্ষম কলারশিপ (Saksham Scholarship).
প্রযুক্তিগত শিক্ষা লাভ করার জন্য AICTE (All India Council for Technical Education) পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করে এবং ভবিষ্যৎ নিরাপদ করতেই আর্থিক সহায়তা করা হয়। কেন্দ্রীয় সরকারের এমনই একটি স্কলারশিপ সক্ষম।টেকনিক্যাল ডিপ্লোমা এবং ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য ৩ বছর এবং দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য ২ বছরের কলেজ ফি, কম্পিউটার, বইপত্র কেনার জন্য বার্ষিক ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে এই স্কলারশিপের সুবিধা পাওয়ার যোগ্য কি না ছাত্রছাত্রীরা তা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme).
পড়ুয়াদের মিলবে ৩৬ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ। কেন্দ্রীয় সরকার প্রতিবারের মতো এবারও পড়ুয়াদের স্কলারশিপ দেবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পে (PM Scholarship Scheme) এটি দেওয়া হবে। যোগ্য ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ (PMRF).
প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপটি গবেষণার প্রবণতা প্রচারের জন্য শিক্ষার্থীদের প্রদান করা হয়। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কৃষি এবং মেডিসিনের ক্ষেত্রে পিএইচডি-স্তরের গবেষণা করছেন, তারা প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপে আবেদন জানাতে পারেন। এটি বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা বোর্ড (এসইআরবি) এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা। PMRF স্কিম Ph.D. প্রতি বছর INR 10.92 লক্ষ পর্যন্ত ছাত্রদের বৃত্তি, সরকার 50% প্রদান করে এবং একটি স্পনসরিং শিল্প চার বছরের জন্য বাকি 50% প্রদান করে। এই স্কিমটি সেই সমস্ত মেধাবী ছাত্রদের জন্য যারা অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত পরিবারের অন্তর্গত ।
আরও পড়ুন – উচ্চশিক্ষার জন্য পাবেন এক লাখ টাকা ! এক্ষুনি আবেদন করুন এই HDFC Scholarship 2023-এ।
FAQs
How many scholarships can a student get?
– If you are applying for NSP scholarships then you cannot apply for two scholarships at a time.
Is the scholarship 100% free?
– Yes. But some scholarships offer a monetary discount, which is offered as a deduction to the tuition fees.
What is get the benefit of the PM Modi scholarship?
= A total of 5500 eligible candidates get benefits under this scheme every year, the scholarship offered to girls is Rs.3000 per month and to boys is Rs.2500 per month,