Kotak Mahindra Group দ্বারা Kotak Kanya Scholarship নামে এক নতুন স্কলারশিপ চালু করা হয়েছে। যার অধীনে যাঁরা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে এবং পড়ার জন্য টাকা নেই সেই সমস্ত মেয়েদের বৃত্তি দেওয়া হবে যাতে তারা তাদের পড়াশোনা শেষ করতে পারে। এখন প্রশ্ন আপনার মনে আসবে যে কোটাক মাহিন্দ্রা স্কলারশিপ (Kotak Kanya Scholarship) স্কিম কী? কিভাবে আবেদন করবে কিবা যোগ্যতা লাগবে। তাহলে আমাদের এই প্রতিবেদন টি শেষ অবদি পড়ুন।
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |
রাজ্যের যেসব ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করে আরও উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আপনাকে জানিয়ে দিই, এই স্কলারশিপ প্রদান করে থাকে কোটাক মাহিন্দ্রা গ্রুপ অফ কোম্পানি। এই স্কলারশিপটি শুধু মাত্র ছাত্রীদের জন্য। মেয়েদের উচ্চ শিক্ষয় আগ্রহী করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে।
এই স্কলারশিপ (Kotak Kanya Scholarship) আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ?
- উচ্চ মাধ্যমিক স্তরে ৮৫% নাম্বার থাকতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অথবা তার কম হতে হবে।
- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর MBBS, Design, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আইন এর মত প্রফেশনাল কোর্সগুলিতে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, তারাই এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
- পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ ২০ হাজার টাকার কম হওয়া আবশ্যিক।
স্কলারশিপের (Kotak Kanya Scholarship) অধীনে ছাত্রীরা কত টাকা করে অনুদান পাবেন?
এই স্কলারশিপে আপনি প্রতিবছর ১,৫০,০০০ টাকা করে অনুদান পাবেন। যতদিন তারা পড়াশোনা করবে এই কোর্সে ততদিনই তাদের এই অনুদান দেয়া হবে
কিভাবে এই (Kotak Kanya Scholarship) স্কলারশিপের জন্য আবেদন করবেন ?
- সর্বপ্রথমে আপনাকে https://www.buddy4study.com/page/kotak-kanya-scholarship এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। পেজে সমস্ত তথ্য দিয়ে এপ্লাই নাও অপশনে ক্লিক করুন।
- এরপর আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস, গুগল অ্যাকাউন্ট কিংবা ফোন নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
- এটি সম্পন্ন হলে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে যেখানে স্টার্ট application অপশনে ক্লিক করতে হবে।
- আপনার সামনে এই স্কলারশিপ এর অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে সেটিকে ঠিকঠাকভাবে ফিলাপ করে সাবমিট করুন।
- সবশেষে ওখানে চাওয়া ডকুমেন্টসগুলি আপলোড করে ট্রানস এন্ড কন্ডিশন টিকেট ক্লিক করে সাবমিট করুন।
এই (Kotak Kanya Scholarship) স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজনীয়?
(১) উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট।
(২) শেষ পরীক্ষার সার্টিফিকেট।
(৩) ইনকাম সার্টিফিকেট।
(৪) আধার কার্ড।
(৫) ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবি।
(৬) পাসপোর্ট সাইজ ফটো।
(৭) যদি বাবা/মা মারা গিয়ে থাকে তার ডেথ সার্টিফিকেট।
(৮) কলেজে ভর্তির রশিদ।
(৯) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে লাগবে।
(১০) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
কিভাবে এই (Kotak Kanya Scholarship) স্কলারশিপ এর জন্য নাম বেছে নেওয়া হবে?
কোম্পানি থেকে করা একটি ইন্টারভিউ এর মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করে ছাত্র-ছাত্রীদের নাম বেছে নিয়ে তাদেরকে স্কলারশিপ দেয়া হবে।
আরও পড়ুন – টাটা স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করলে, পেয়ে যাবেন পান পঞ্চাশ হাজার টাকা।
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |