SBI Account – বর্তমান যুগে ব্যাংক একাউন্ট একটি গুরুত্ব পূর্ণ বিষয়। কিন্তু অনেকে আমরা কাজের চাপে ব্যাংক এ যেতে পারি না। তারা কি অ্যাকাউন্ট খুলতে পারবে না? তাদের জন্যই রয়েছে সুখবর। এবার আপনি বাড়ি বসে অনলাইনে SBI Bank এ নতুন সেভিং অ্যাকাউন্ট ওপেন (SBI Account) করতে পারবেন ।
অনলাইনে মূলত দুই ধরনের সেভিং অ্যাকাউন্ট খোলা যাবে যথা–
- 1) Insta Savings Account
- 2) Digital Savings Account
এই দুটোই আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন তবে তবে Insta Savings Account-এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের ব্রাঞ্চেও যাওয়ার দরকার নেই। এই পদ্ধতিতে একাউন্ট ওপেন করলে আপনি খুব সহজেই নির্ঝঞ্ঝাতে বাড়িতে বসে একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট (SBI Account) পেয়ে যাবেন এবং আপনাকে ব্যাংকেও যেতে হবে না। কোভিড সংক্রমনের সময়ের পর থেকে ই এই নতুন নিয়ম ব্যবহার করার চেষ্টা করছেন বেশিরভাগ লোকজন । এই পদ্ধতিতে একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলে আপনি তার সঙ্গে পাবেন RuPay debit card.
আরও পড়ুন – Post Office RD – এই স্কিমে ৩৩৩ টাকা দিলে ১৬ লাখ টাকার বেশি পাবেন
স্টেট ব্যাংকে অনলাইনে একাউন্ট (SBI Account) খোলার জন্য নিচের দেয়া পদ্ধতি গুলি অবলম্বন করুন।
- অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের ক্ষেত্রে আই ও এস থেকে আপনি এসবিআই Yono অ্যাপ টি ডাউনলোড করুন।
- এরপর নিউ কাস্টমার অপশন টি নির্বাচন করুন।
- এরপর ইনস্ট্যান্ট ওপেন সেভিংস একাউন্ট বলে একটি অপশন থাকবে যেখানে আপনাকে ক্লিক করতে হবে।
- এরপর আপনি আপনার নতুন অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার নথিভুক্ত করে রাখতে চান সেই মোবাইল নাম্বারটি দিতে হবে।
- এরপর ওই মোবাইল নাম্বারটি ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি ওখানে দিন।
- এরপর এপ্লিকেশন থেকে নিজের পাসওয়ার্ড ঠিক করুন এবং সিকিউরিটি কোশ্চেন সেট করুন যেগুলি আপনাকে ভবিষ্যতে অ্যাকাউন্ট লগইন করতে এবং একাউন্টে সিকিউরিটির জন্য সাহায্য করবে।
- এরপর সমস্ত নিয়ম এবং নির্দেশ বলি বলার পর FATCA declaration form এটি ফিল করুন।
- এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে।
- এরপর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার একটু ও কি কি যাবে সেই দিন এবং আধার কার্ড ভেরিফিকেশন করুন।
- বাড়ির ঠিকানা, ফটো, প্যান কার্ড সংক্রান্ত তথ্য দিয়ে সেলফি তুলে আপলোড করুন।
- এরপর আপনার থেকে আপনার বেশ কিছু পার্সোনাল টাকা হবে সেগুলি ঠিকঠাক ভাবে পূরণ করুন।
- এরপর কাউকে নবীনি করতে চাইলে আপনি তাকে নোমিনিও করতে পারেন।
- ব্রান্ড চুজ করার অপশন আসবে সেখানে আপনি আপনার নিকটবর্তী ব্রাঞ্চটি বাঁচুন এবং ট্রামস কন্ডিশন ভালো করে পড়ে নিন ।
- তাদের জন্য বেশ কিছু তথ্য দিতে হবে সেগুলি ঠিকঠাক মত দিন
- সমস্ত পদ্ধতি ঠিকঠাক ভাবে করলে আপনার সামনে CIF number এবং account number চলে আসবে।
আরও বিস্তারিত জানেতে নিকটবর্তী SBI বাঙ্কে যোগাযোগ করুন। Account ভারিফিকেশন করতে নিকটবর্তী SBI বাঙ্কে যান।
আরও পড়ুন – PM Kisan Yojana – প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবার পাবেন ৪০০০ টাকা ! জানুন কিভাবে।