SMS এর মাধ্যমে খুব সহজেই লিংক করুন আপনার প্যান ও আঁধার

Pan Aadhar Link – প্রমাণ ভারতীয় নাগরিকদের কাছে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ দুটি নথি হলো আধার কার্ড এবং প্যান কার্ড। তরফে একটি নতুন নিয়ম আনা হয়েছে যেখানে বলা হয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত (Pan Aadhar Link) না করলে বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ডটি। যদি ও প্রথমে ৩১ শে মার্চ অব্দি সময়সীমা দেয়া হয়েছিল কিন্তু বহু মানুষের লিংক করা বাকি থাকায় সেই সময়সীমা আরও বেশ কিছুটা বাড়ানো হয়েছে।

কিন্তু ভারতের বহু মানুষের কাছে এখনো স্মার্টফোন নেই অথবা এখনো পর্যন্ত ভালো ইন্টারনেট পরিষেবা পৌঁছায় না। তারা কিভাবে অনলাইনে এই কাজ করবে। কথা মাথায় রেখেই সরকার একটি নতুন নিয়ম নিয়ে এসেছে, শুধুমাত্র আপনি একটি এসএমএসের মাধ্যমে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক (Pan Aadhar Link) করে নিতে পারবেন। চলুন আজকে আমরা জেনে নেব সেই পদ্ধতি:

আরও পড়ুন- স্মার্টফোন ও ইন্টারনেট ছাড়াই এবার থেকে UPI পেমেন্ট করতে পারবেন, কীভাবে বিস্তারিত জানুন

এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের এসএমএসের অ্যাপটি খুলতে হবে এবং সেখানে নিম্নলিখিত টেক্সটি করতে হবে। UIDPAN লিখে এরপর আধার নম্বর এবং PAN নম্বরটি লিখতে হবে এবং 567678 বা 56161 নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে। মেসেজটি পাঠানোর পর যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Pan Aadhar Link) থাকে তাহলে আপনার কাছে সেই মেসেজ চলে আসবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করা থাকে সে ক্ষেত্রে সেই তথ্য জানিও আপনার কাছে এসএমএস আসবে।

এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমেও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Pan Aadhar Link) করতে পারেন সে ক্ষেত্রে আপনি নিচে লেখা পদ্ধতিটি ফলো করুন।
আধার ও প্যান সংযোগ করার জন্য এসএমএস একটি উপযোগী পদ্ধতি নয়। আপনি আপনার আধার কার্ড ও প্যান কার্ড সংযোগ করতে হলে আধিকারিক ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
আপনি  https://www.uidai.gov.in/ এ যান এবং “আধার সেবা” অংশে যান। সেখানে আপনি “প্রমাণপত্র সংযোগ” এ ক্লিক করুন। এরপর আপনার আধার নম্বর, নাম, মোবাইল নম্বর ইত্যাদি প্রদান করতে হবে। তারপর নিশ্চিত হয়ে যান যে আপনি একটি OTP পেয়েছেন। একবার যাচাইকরণ সম্পন্ন হওয়ার পরে প্যান কার্ড সংযোগ করতে পারবেন।

প্যান সংযোগ করতে, প্যান কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং নাম ইত্যাদি সম্পর্কিত বিশদ তথ্য প্রদান করতে হবে। আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের সংযোগ প্রক্রিয়াটি সম্পন্ন হলে, আপনি সফল হওয়ার একটি এসএমএসও পেতে পারেন। যদিও বর্তমানে এসএমএস আসা বন্ধ হয়ে গেছে, আপনাকে ওয়েবসাইটে গিয়ে বারবার চেক করতে হবে। যদিও এক সপ্তাহের মধ্যেই আপনার কাজটি পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে যাবে।

আপনি যদি এখনও আপনার প্যান কার্ডকে আধার  এর সঙ্গে লিঙ্ক না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পূর্ণ করুন। প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে। যদি কেউ দুটি কার্ড এখনও লিঙ্ক না করে থাকেন, তবে তাঁর প্যান কার্ডটি অবৈধ ঘোষণা করা হবে। ভবিষ্যতে সে কোন ভাবেই তার প্যান কার্ড ব্যবহার করতে পারবে না। প্যান কার্ডটি চালু করতে গেলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।

আরও পড়ুন- বাড়িতে বসে আপনার সন্তানের নীল আধার জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন আবেদন পদ্ধতি

Join Join