WhatsApp Loan – গল্প না সত্যি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! ভাবছেন কি ভাবে ? জানুন প্রক্রিয়া।

Advertisements

WhatsApp Loan – বর্তমান বাজারে লোনের প্রয়োজন রয়েছে সবার। কিন্তু লোন নেবার জন্য আমাদের বারবার ছুটতে হয় ব্যাংকে অথবা কোন ঋণ প্রদানকারী সংস্থার অফিসে। অথবা অনলাইনে তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে হয়। কিন্তু এসব এখন অতীত। বর্তমানে আপনি বাড়িতে বসে শুধুমাত্র আপনার ফোনে থাকা Whatsapp এর মাধ্যমে পেতে পারেন 10 লাখ টাকা অব্দি লোন। এবং সবথেকে ভালো ব্যাপার হলো আপনি এই লোনে (WhatsApp Loan) পাবেন ইন্সট্যান্ট অ্যাপ্রভাল।

এই সুযোগ আপনাকে দিচ্ছে আইআইএফএল ফিন্যান্স (IIFL Finance Providing WhatsApp Loan) নামক এক সংস্থা। এই নতুন ব্যবস্থা আনায় ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্প খাতে বড় সুবিধা পাবেন ব্যবসায়ীরা। এই ঋণের সমস্ত পদ্ধতি অনলাইন এর মাধ্যমে হবে। পুরোটিই হবে আপনারে থাকা Whatsapp এ চ্যাটের মাধ্যমে। বর্তমানে দেশে ৪৫ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে। তাদের জন্য এটি এক বড় সুখবর।

Advertisements

IIFL Finance Providing WhatsApp Loan.

   

তারা যেকোনো সময়ে তাদের ফোনে থাকা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই লোনটি (IIFL Finance Providing WhatsApp Loan) নিতে পারবেন। এই সংস্থাটি আসলে ক্ষুদ্র ঋণগ্রহণকারী সংস্থা। এরা রুরাল এরিয়ায় এতদিন মানুষকে লোন প্রদান করে থাকতো এরা এমন মানুষকে লোন প্রদান করতেন যারা গ্রাম অঞ্চলে বসবাসকারী এবং তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না।

আরও পড়ুন – সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট কোনটি আপনার জন্য সুবিধাজনক জেনে নিন | Saving Account vs Current Account

Advertisements

পুরো কাজটিই হবে একটি Whatsapp বটের মাধ্যমে। আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তাদের হোয়াটসঅ্যাপ বট আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলি ঠিকঠাক উত্তর দিলে আপনি খুব সহজেই এই সংস্থার তরফে লোন পেয়ে যাবেন। এই লোন (IIFL Finance Providing WhatsApp Loan) এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ পেপার লেশ। সর্ব প্রথমে ৯০১৯৭০২১৮৪ এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনাকে হাই লিখে পাঠাতে হবে। তারপরই ধীরে ধীরে এই লোনের (IIFL Finance Providing WhatsApp Loan) প্রক্রিয়া শুরু হবে।

আইআইএফএল ফাইন্যান্সের বিজনেস হেড ভরত আগরওয়াল এ বিষয়ে জানাতে গিয়ে বলেন, ভারতের ছোট ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই তারা এই পেপারলেস হোয়াটসঅ্যাপ লোনের (IIFL Finance Providing WhatsApp Loan) ব্যবস্থা করেছেন। এই সেবার মাধ্যমে উপকৃত হবে ভারতের বহু ছোট ছোট ব্যবসায়ীগণ।

তবে এটি ছাড়াও বর্তমানে ভারতে অনেক পেপারলেস লোন এর ব্যবস্থা রয়েছে তবে সেগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যায় না সেগুলিকে তাদের নিজস্ব অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। কিন্তু সেই লোনগুলি এপ্রুভাল হওয়া অনেক সময় সাপেক্ষ এবং তার মধ্যে বেশিরভাগই ট্রাস্টেড হয় না। যার ফলে এই ধরনের লোন নিতে গিয়ে সমস্যায় পড়তে হয় মানুষদেরকে। তাছাড়া এই ধরনের লোনের অ্যাপগুলি মানুষের পার্সোনাল ডাটাও চুরি করে নেয় তার ফলে লোন নেওয়ার আগে অনেকে ভয় পান। তবে এই কোম্পানিটি ট্রাস্টেড হওয়ায় এই ধরনের কোন ভয় পাওয়ার কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – 5 Rupees Coin – বাজার থেকে উঠিয়ে নিল ৫ টাকার কয়েন RBI? কারণ জানলে অবাক হবেন।

Advertisements
Join Join