Interview Questions – ভারত-চিন সীমান্তে কোনো মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?

Advertisements

Interview Questions – ছোট থেকে  ধাঁধা  সমাধান করেননি এমন মানুষ প্রায় নেই বললেই চলে। ধাঁধা বলতে এমন কিছু প্রশ্নকে বোঝানো হয় যার উত্তর দিতে আমাদের ব্যবহার করতে হয় আমাদের Iq এর। বর্তমানে এই ধরনের প্রশ্ন আবার বিভিন্ন সরকারী বেসরকারী চাকরীর ইন্টারভিউতেও জানতে চাওয়া হয় চাকরি প্রার্থীদের কাছে। এগুলির মাধ্যমে আসলে IQ যাচাই করা তাদের।

তবে Interview Questions এই ধরণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় চাকরিপ্রার্থীদের। ইপিএস-এর ইন্টারভিউতেও এহেন প্রশ্ন করা হয়। যার ফলে এটি ভরতের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবেও বিবেচিত হয়।তবে বর্তমানে এ ধরনের প্রশ্ন নিয়ে বেশ আলোচনা হয় চারিদিকে। এই ধরনের প্রশ্নগুলির উত্তর জানলেও আপনি অবাক হয়ে যাবেন। এবার আমাদের আজকের এই প্রতিবেদন করলে আপনি খুব সহজেই চাকরির ইন্টারভিউতে (Interview Questions) এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন। এর পাশাপাশি কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় ইন্টারভিউতে। আপনি সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখে যেতে পারেন। এই প্রতিবেদনে আজ আমরা এমন কিছু ধাঁধা আপনাদের জানাবো, যা আপনার কাজে লাগবে।

Advertisements
   

আরও পড়ুন – ইন্টারভিউ প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না, জানেন কি?

চাকরির ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর ( Basic Interview Questions and Answers )

Interview Questions

এখানে কিছু Basic Interview Questions যেগুলো আপনি আগে কখন পড়েনি বা জানেন না।

Advertisements
  1. কোন দেশে সাপ পাওয়া যায় না?
    উত্তর: নিউজিল্যান্ড।
  2. কোন দেশের গণপরিবহণে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়?
    উত্তর: লুক্সেমবার্গ।
  3. গোলাপ, লিলি ও পদ্মের মধ্যে মিল কোথায়?
    উত্তর: এগুলির সবগুলিই ফুল।
  4. ভারতে প্রথম আধার কার্ডটি কাকে দেওয়া হয়েছিল?
    উত্তর: মহারাষ্ট্রের বাসিন্দা রঞ্জনা সোনাওয়ানেকে।
  5. ভারত-চিন সীমান্তে কোনো মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?
    উত্তর: মুরগির।
  6. দীপুর মায়ের তিন সন্তান। প্রথম সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম। তৃতীয় সন্তানের নাম কী?
    উত্তর:দীপু
  7. মাউন্ট এভারেষ্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ছিল?
    উত্তর: মাউন্ট এভারেষ্টই ছিল শুধু আবিষ্কার হয়নি

প্রশ্ন: মনে করুন আপনাকে অপহরণ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে। ঘর থেকে পালানোর তিনটে দরজা। একটার বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে, পালালেই গায়ে আগুন ধরে যাবে। দ্বিতীয় দরজার বাইরে ৫০ জন সশস্ত্র রক্ষী, পালালেই তারা খুন করে ফেলবে। তৃতীয় দরজার বাইরে তিন মাস কিছু না খাওয়া একটা সিংহ। পালাতে আপনাকে হবেই। তাহলে আপনি কোন দরজা দিয়ে পালাবেন?

india-china-border

উত্তর: তৃতীয় দরজা দিয়ে পালান। কারণ তিন মাস না খেলে সিংহ এমনিতেই মারা যাবে। মরা সিংহের পাশ দিয়ে পালাতে অসুবিধা হওয়ার কথা নয়

প্রশ্ন: ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। বাসটা প্রথম স্টপেজে থামল। সেই স্টপেজে দু জন নামল, তিনজন উঠল। পরের স্টপেজে ৬ জন নামল, দু জন উঠল। তার পরের স্টপেজে ১২ জন উঠল, ৯ জন নামল। বাসে উঠলেই ভাড়া ৬ টাকা। এখন বলুন তো বাস ড্রাইভারের নাম কী?

উত্তর: বাস ড্রাইভার তো এখানে আপনি, তাই আপনার নামটাই বাসের ড্রাইভারের নাম হবে।

প্রশ্ন: যদি কোনও বিমান ভারত আর পাকিস্তানের ঠিক সীমান্তে ভেঙে পড়ে। তাহলে বেঁচে থাকা মানুষদের কোন দেশে দাহ করা হবে?

উত্তর: আরে বাবা প্রশ্নটা ভাল করে দেখুন যারা বেঁচে আছে তাদের দাহ করতে যাবেন কেন?

আরও পড়ুন –রেলের আপ ট্রেন এবং ডাউন ট্রেন কিভাবে নির্ধারণ করা হয়? ৯৯.৯৯% মানুষ জানে না

Advertisements
Join Join