JMS Trust Scholarship -এ আবেদন করলে পড়ুয়ারা ১২,০০০ টাকা পেয়ে যাবেন! এই স্কলারশিপের যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন জেনে নিন

JMS Trust Scholarship – দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ যেন স্বপ্ন পুরণের আশা। অনেক মেধাবী দরিদ্র পড়ুয়ারা অর্থের অভাবে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। মুলত এই সব দরিদ্র ছাত্রছাত্রীদের জন্যই স্কলারশিপ (JMS Trust Scholarship) ব্যবস্থা চালু করা হয়েছে। স্কলারশিপ প্রদানের মূল উদ্দেশ্যই হল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। যাতে মেধাবী দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষা লাভ করতে পারেন।

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যেমন বিভিন্ন সরকারি স্কলারশিপ আছে, তেমনি বিভিন্ন প্রাইভেট সংস্থা এবং সমাজসেবী সংগঠনও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন। সেরকমই একটি স্কলারশিপ হল JMS Trust Scholarship. এটি চারিটি ট্রাস্ট (NGO) JM Sethia Charitable Trust-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ সমন্ধে বিস্তারিত জেনে নিন।

JM Sethia Merit Scholarship Scheme কি?

এই JMS Trust Scholarship হল একটি প্রাইভেট স্কলারশিপ, যা JM Sethia Charitable Trust (NGO) এর পক্ষ থেকে পড়ুয়াদের দেওয়া হয়। এই স্কলারশিপটি ১৯৯৭ সালে প্রথম দেওয়া শুরু হয়, এরপর থেকে প্রতিবছর এই স্কলারশিপটি পড়ুয়াদের দেওয়া হয়।

আরও পড়ুন – 1000 rupees note : কবে থেকে চালু হচ্ছে ১০০০ টাকার নোট? কি জানালো কেন্দ্র সরকার !

এই স্কলারশিপে (JMS Trust Scholarship) আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা সমূহ।

এই স্কলারশিপের আবেদনের জন্য যে সব প্রয়োজনীয় যোগ্যতা লাগবে-
১) নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সকলে পড়ুয়া এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
২) এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর এবং পেশাদার কোর্সের পড়ুয়ারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
৩) পড়ুয়াকে পূর্ববর্তী ক্লাসে ৭৫ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। আর স্নাতকোত্তর পড়ুয়াদের ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর এবং পেশাদার কোর্সের পড়ুয়াদের ক্ষেত্রে ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
৪) পড়ুয়াদের সংশ্লিষ্ট ক্লাসে পাঠরত থাকার প্রমাণপত্র থাকতে হবে।
৫) এছাড়াও পডুয়াদের পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০/- টাকার মধ্যে হতে হবে।

বৃত্তির পরিমাণ:-এই স্কলারশিপের (JMS Trust Scholarship) মাধ্যমে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের প্রতি মাসে ৪০০ টাকা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক পাশ) পড়ুয়াদের প্রতি মাসে ৫০০ টাকা, স্নাতক স্তরের (BA, BSc, BCom ) পড়ুয়াদের প্রতি মাসে ৬০০ টাকা, স্নাতকোত্তর স্তরের (MA, Msc ) পড়ুয়াদের প্রতি মাসে ৭০০ টাকা ও পেশাদারী কোর্স (ইঞ্জিনিয়ারিং,মেডিকেল ফার্মেসি, আইন) পড়ুয়াদের প্রতি মাসে ১ হাজার টাকা দেওয়া হয়।

আবেদন পদ্ধতি

অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই স্কলারশিপে (JMS Trust Scholarship) আবেদন করা যাবে। অনলাইন আবেদন পদ্ধতি।

  • ১) অনলাইন আবেদনের জন্য প্রথমে https://jmstrust.com/en rolment/ ওয়েবসাইটে যেতে হবে।
  • ২) সেখানে গিয়ে নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, ঠিকানা, পরীক্ষার রেজাল্টের বিবরণ যাবতীয় একাডেমিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পুরণ করতে হবে।
  • ৩) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে আপলোড করে জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

অফলাইন আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে JM Sethia Charitable Trust এর পক্ষ থেকে দেওয়া আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

অফলাইন JMS Trust Scholarship -এর আবেদনপত্র জমা করার ঠিকানে
JM Sethia Charitable Trust 133,
Biplabi Rash Behari Basu Road,
3rd Floor,
Room No. 15,
Kolkata – 700001.

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে
১) পূর্ববর্তী ক্লাসের মার্কসিট,
২) পরিবারের ইনকাম সার্টিফিকেট,
৩) পাসপোর্ট সাইজ ফটো,
৪) BPL কার্ড / জাতিগত সার্টিফিকেট।

আবেদনের শেষ তারিখ

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই আবেদন ৩১শে জুলাই ২০২৩ পর্যন্ত চলবে।

আরও পড়ুন – WB Health Recruitment : বড় সুখবর! পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে বিপুল শূন্যপদি কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে।

Join Join