WBBPE Primary Scam – পর্ষদের বিরুদ্ধে হতে চলেছে নতুন মামলা জানালেন আইনজীবী তরুণজ্যোতি !
WBBPE Primary Scam – এবার আদালতের অবমাননার মুখে উঠতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ! প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি বুধবারের মধ্যে হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত তথ্য কোর্টে পেশ করতে না পারে তবে পর্ষদের (WBBPE Primary Scam) বিরুদ্ধে আদালতের অবমাননার কেস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। এ নিয়ে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে চিঠি পাঠিয়েছেন।
বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, জেলা ভিত্তির প্যানেলে একদম শেষে থাকা প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে পর্ষদ কে। এই সমস্ত কাজ ফরসাতকে আগামী তিন সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলতে হবে। এই তিন সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে না পারলে এটি আদালতের অবমাননা হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি।
প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো চিঠিতে তিনি পরিষ্কার লিখে জানিয়েছেন যে সময় আদালতেই নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদ কে দিয়েছেন সেই সময় পর্ষদের (WBBPE Primary Scam) তরফের সভাপতি সেখানে উপস্থিত ছিলেন, ফলে গোটা বিষয়টি পর্ষদের অবগত এবং এই দিন পর তাদের বিচারপতি কোনরকম ভাবে এটিকে চ্যালেঞ্জও জানাননি।
আরও পড়ুন – WBSSC Scam – শিক্ষক নিয়োগ শূন্যপদ নিয়ে এক বিরাট মন্তব্য আইনজীবী ফিরদৌসী সামিম।
আইনজীবী তরুণ জ্যোতি পর্ষদ কে পরিষ্কার জানিয়েছেন যে এই তিন সপ্তাহের মধ্যে এই সমস্ত কাজকে শেষ করে ফেলতে হবে। এবং এটি না করতে পারলে আদালত অবমাননা আইন ১৯৭১ অনুযায়ী পর্ষদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আনা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
কিন্তু যাই হোক এই এসএসসি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি (WBBPE Primary Scam) মামলায় দিন দিন নতুন মোর নিতেই থাকছে। কোর্টে পেষ হচ্ছে রোজ নতুন নতুন দুর্নীতি। বর্তমানে প্রচুর প্রাথমিক স্কুল শিক্ষক গ্রুপ সি ডি কর্মীরা তাদের চাকরি হারাচ্ছেন। এই মামলার রায় শেষ অব্দি হতে চলেছে সেই দিকে তাকিয়ে রয়েছে চাকরিপ্রার্থী চাকরিহারা পরীক্ষার্থীসহ সমস্ত সাধারণ মানুষ।
তবে যাই হোক এখন সব থেকে বড় দেখার বিষয় হলো এটাই যে এই এই তিন সপ্তাহের মধ্যে পর্ষদ সমস্ত কিছু আপডেট করে সেই লিস্ট প্রকাশ (WBBPE Primary Scam) করতে পারে কিনা ! যদি তারা প্রকাশ করতে না পারে তাহলে তাদের ওপর এগিয়ে আসতে চলেছে এক নতুন ঝড় ! যদিও এই নিয়ে এখনো অব্দি মুখ খোলেননি পর্ষদ সভাপতি। তবে এখন প্রত্যেকেই দেখার অপেক্ষায় রয়েছেন যে শেষ অব্দি কি হতে চলেছে।
আরও পড়ুন – WB Primary TET – এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড় ! কোনরকম প্রতিপাত্র ছাড়া এই চাকরিতে নিয়োগ।