আঞ্চলিক ভূগোল ( B.A )
কলকাতাকে Metropolition শহর বলা হয় কেন ?

Metropolition শহর : অঞ্চলগত ধারণা পরিপ্রেক্ষিতে কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে ক্রিয়াভিত্তিক অঞ্চল রূপে চিহ্নিত করা হয়। কার্যকারিতার দিক থেকে একে শাসনতান্ত্রিক শহরও বলা হয়। হুগলী নদীর তীরে অবস্থিত কলকাতা মহানগর ১৯৯৩ সালে মেগাসিটি (Megacity) রূপে নিজেকে পরিচিত করে তুলে। এই মহানগরটি C.M.D. (Calcutta Metropoliton Development) এর অধীনে।
পার্শ্ববর্তী হাওড়া হল শিল্পশহর আর কলকাতা হল বাণিজ্য শহর। এই অঞ্চলটির আয়তন প্রায় ৪৩৩ বর্গমাইল। সমগ্র পশ্চিমবঙ্গের মোট শিল্প নিযুক্ত মানুষের মধ্যে ৮৬% মানুষই C.M.D. এর মধ্যে শিল্পকার্যে নিযুক্ত। বর্তমানে এর জনসংখ্যা প্রায় ১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি। পৃথিবীর দশম বৃহত্তম মহানগরী হল কলকাতা।
Metropolition শহরের বৈশিষ্ট্য –

- (ক) পূর্ব ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র এবং ভারতের অন্যতম শিক্ষা, সংস্কৃতি ও শিল্পকেন্দ্রও বটে।
- (খ) কলকাতা মেট্রোপলিটন এর জনসংখ্যার হার সমগ্র পৌরপুঞ্জের দিক থেকে মোট জনসংখ্যার ৩০% হলেও মোট জনসংখ্যার প্রায় ৬০% এই শহরে বসবাস করে।
- (গ) কলকাতা মেট্রোপলিটন শহর তার প্রধান কারণ হল অন্যান্য বাণিজ্যিক শহরগুলির সঙ্গ্যে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে সংযুক্ত। তাছাড়া দেশের প্রধান চারটি মহানগরের মধ্যে কলকাতা মহানগর অন্যতম স্থান অধিকার করে।




