Aadhar Update – এবার বাড়ি বসেই করুন আধারের সমস্ত আপডেট।

Aadhar Update – বর্তমান ভারতে আধার কার্ড একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। কিন্তু অনেক সময় আমাদের আধার কার্ডে অনেক ভুল থাকে যা সংশোধন করার জন্য আমাদের আধার কেন্দ্রে ছুটতে হয়। কিন্তু সেই দিন শেষ এখন আপনি বাড়ি বসে করতে পারেন আপনার আধার সংশোধন (Aadhar Update) করার সেই পদ্ধতি সম্পর্কে অবগত করবো। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

আধার কার্ডের নাম পরিবর্তন (Aadhar Update).

১) সর্ব প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। যেখনে আপডেট আধার (Aadhar Update) বলে একটি অপশন পাবেন।
২) এরপর প্রচেষ্ট আপডেট গুলো একটু অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার থেকে আপনার আধার নাম্বারটি চাওয়া হবে সেটি ওখানে দেবেন।
৪) তারপর আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা ওটিপি আসবে সেই ওটিপিটি ওখানে পূরণ করুন।

৫) এরপর আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে সেখান থেকে আপনার নাম, বয়স, ইমেল ইত্যাদি বদলাতে পারবেন। নামের প্রমাণপত্র হিসাবে আপনাকে রেশন কার্ড প্যান কার্ড প্রকৃতি কোন একটি ডকুমেন্ট দিতে হতে পারে। আধারের ওয়েবসাইটে গিয়ে মাত্র দু’বার নাম সংশোধন করা যায়। তাই মাথা ঠান্ডা রেখে কাজটি করতে হবে।

আরও পড়ুন – SBI ATM Franchise দিচ্ছে বাড়িতে বসে প্রতি মাসে ৬০,০০০ টাকা আয় করার সুযোগ, জানুন বিস্তারিত।

ঠিকানা বদলাবেন কী করে?

  • ১) আগের মত ঠিক একই ভাবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • ২) এরপর আধার আপডেট অপশনে গিয়ে সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল’- অপশন এ ক্লিক করুন।
  • ৩) এরপর ওখানে আপনার আধার নাম্বারটি বসান।
  • ৪) এরপর মোবাইল নাম্বারে একটি ওটিপি এবং লিংক আসবে, ওটিপিটি নির্দিষ্ট জায়গায় বসানোর পর ওই লিংকটিতে ক্লিক করুন। সেখান থেকে প্রসেস টু আপডেট অপশনে ক্লিক করে এড্রেসটি আপডেট করুন।একটি ইউআরএন নম্বর আসবে। সেটি আপনার কাছে রেখে দিন।

ফোন নাম্বার বদলানোর (Aadhar Update) পদ্ধতি।

ঠিকানা বদলানোর মতো এর পদ্ধতি একই। একইভাবে প্রত্যেকটি পেজে যাওয়ার পর যেখান থেকে আপনি ঠিকানা আপডেট করছিলেন ঠিক সেখান থেকেই আপনি আপনার ফোন নাম্বারটি আপডেট করে নিতে পারবেন। এই কাজ টি করার জন্য আধারের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই আপনাকে কাজ গুলি করতে হবে। এতক্ষণ আমরা আপনাকে ওয়েবসাইটের নাম কি বলিনি।

বলা হয়েছিল প্রতিবেদনের শেষে ওয়েবসাইটটির নাম বলা হবে। এই ওয়েবসাইট টি হল https://uidai.gov.in/ আপনি এই ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত কাজগুলি করতে পারবেন। আপনাকে আর কোন রকম ভাবে আধার কেন্দ্রে গিয়ে ছোটাছুটি করতে হবে না অথবা বড় লাইন দিতে হবে না।

আরও পড়ুন – Ladli Behna Yojana – কেন্দ্রীয় নতুন প্রকল্পে মহিলারা মাসে পাবেন ১ হাজার টাকা।

Related Articles

Back to top button