NPS Scheme – বিভিন্ন সময় সরকার পেনশনভীদের জন্য বিভিন্ন নতুন নতুন সুবিধা নিয়ে আসে যাতে সুবিধা হয় পেনশন গৃহীতাদের। তবে এবারে পেনশনভোগীরা পেয়েছেন আরেকটি বড় সুখবর। বস্তুত, PFRDA সমস্ত ব্যাঙ্ক শাখায় NPS সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে, যাতে সবাই সহজেই পেনশনের সুবিধা পেতে পারে। কিন্তু এই স্কিম আসলে কি চলুন সেই সম্পর্কে আমরা জেনে নেব বিস্তারিত।
আরও পড়ুন – Duare Saree Scheme – বাংলায় ‘দুয়ারে শাড়ি” কর্মসূচি চালু হচ্ছে! পুজোর আগে সবাইকে পোশাক দেবে সরকার
পিএফআরডিএ চেয়ারম্যান দীপক মোহান্তি জানান, এনপিএস পেনশন (NPS New Scheme) সকলের মধ্যে সহজ উপলব্ধ করার জন্য এবারে সমস্ত ব্যাংক এবং পোস্ট অফিস গুলিতে এই সুবিধা আনছেন তারা। এর ফলে যে কেউ যেকোনো ছোটখাটো গ্রামীণ ব্যাংক অথবা ব্র্যাংক প্রতিনিধিদের কাছে গিয়ে খুব সহজেই এই পেনশন একাউন্ট খোলাতে পারবেন যাতে উপকৃত হবেন বহু গ্রাহক।
তিনি আরো জানান গ্রাম এবং ছোট শহরের মানুষদের সুবিধার কথা মাথায় রেখে,NPS ‘মডেল’-এর অধীনে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।এর ফলে, এখন RRB থেকেও NPS নেওয়া যাবে। এছাড়াও ব্যাংকের প্রতিনিধিদের মাধ্যমে খুব সহজেও আপনি এই কাজ করতে পারবেন।
NPS পেনশন স্কিমে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে?
বাজারে একাধিক সরকারি পেনশন স্কিম রয়েছে। স্থিতিশীল আয় এবং অবসরকালীন সুবিধা পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেনশন স্কিম হল, ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই ফান্ড পরিচালনা করে। এনপিএস স্কিমে (NPS New Scheme) যথাযথ বিনিয়োগ করতে পারলে মাসিক ২ লাখ টাকাও পেনশন পাওয়া সম্ভব। ধরা যাক, কোনও ব্যক্তি ৪০ বছর বয়সে এনপিএস স্কিমে অ্যাকাউন্ট খুললেন। তাহলে তিনি বিনিয়োগের জন্য ২০ বছর (অবসরের বয়স ৬০ বছর ধরে) সময় পাবেন।
এখন মাসে ২ লক্ষ টাকা পেনশন পেতে চাইলে তাঁকে ২০ বছর ধরে প্রতি মাসে ১,৩০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩.১২ কোটি টাকা। বার্ষিক ১০ শতাংশ রিটার্ন ধরলে সুদ থেকে মিলবে ৬.৮৩ কোটি টাকা। ২০ বছর পর তাঁর ১০ কোটি টাকার মূলধন জমা হবে। মেয়াদ শেষে একলপ্তে ম্যাচিউরিটির ৬০ শতাংশ তুলে নেওয়া যায়। অর্থাৎ ৫.৯৭ কোটি টাকা। বাকি থাকছে ৪০ শতাংশ অর্থাৎ ৩.৯৮ কোটি টাকা। এখন (NPS New Scheme) এই টাকা ৬ শতাংশ বার্ষিক সুদের হারে বিনিয়োগ করলে মাসে ১.৯৯ লক্ষ টাকার পেনশন হাতে আসবে।
আরও পড়ুন – LIC Policy – বন্ধ হওয়া LIC-র পলিসি নিয়ে দারুণ সুযোগ দিচ্ছে LIC, কি সুযোগ পাবেন জানুন।