NPS Pension – বর্তমানে অনেকেই তাদের পেনশন নিয়ে চিন্তিত থাকেন। অনেকেই মনে করেন তাদের অবসর জীবন কিভাবে চলবে পেনশন ছাড়া ! সেই চিন্তা এখন অতীত। দেশের পেনশন ব্যবস্থা এক আমূল পরিবর্তন আনার প্রচেষ্টায় ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS. এনপিএস এর মাধ্যমে এক নতুন বড় সড় সুবিধা পেতে চলেছেন পেনশনভোগীরা।
এই নতুন নিয়মে একটু একটু করে টাকা জবানে আপনি এক বিরাট অংকের টাকা রিটার্ন হিসাবে পাবেন। মাএ ৩০০০ টাকার বিনিময়ে আপনি পেতে চলেছেন ৪৪ লক্ষ টাকা! অর্থাৎ শুধুমাত্র সামান্য একটু বিনিয়োগ করে ই নিশ্চিন্তভাবে কাটতে পারে আপনার অবসর জীবন। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এই এনপিএস সিস্টেমটি (NPS Pension) কি?
এনপিএস সিস্টেমটি (NPS Pension) কি?
আসলে এই এনপিএ সিস্টেমটি ছিল সরকারি কর্মচারীদের জন্য পেনশনের একটি স্কিম। যাতে সরকারি কর্মচারীরা অবসর জীবন খুব সহজেই নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারে। কিন্তু বেশ কয়েক বছর আগের থেকে এই স্কিম জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক ১৮ বছরের উর্ধ্বে হলে তারা এই স্ক্রিনের জন্য এলিজিবেন। তারা খুব সহজে এই স্কিমের (NPS Pension) জন্য টাকা জমা করতে পারেন।
আরও পড়ুন – LIC -এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫ টি স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে নিন। LIC New Policy.
আপনাকে নূন্যতম ৫০০০ টাকা জমা করতে হবে এবং এই এমাউন্টটি আপনাকে আপনার ৬০ বছর বয়স অবধি জমা করে যেতে হবে। এবং এই ৬০ বছর বয়স অবধি আপনি মোট কত টাকা জমা করবেন তার ওপর ভিত্তি করেই হবে আপনার পেনশনের অ্যামাউন্ট। অবসর জীবন নিশ্চিন্তে কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত স্কিম। এই স্ক্রিমের রিটার্ন পাওয়া যায় ভালো তবে রিটার্ন নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি স্ক্রিমের (NPS Pension) জন্য টাকা জমানো শুরু করছেন এবং কত টাকা করে দিয়ে মোট কত টাকা আপনার জমা হচ্ছে তার ওপর।
একটি সহজ উদাহরণ স্বরূপ আপনি ৩৪ বছর বয়সে এই স্কিম চালু করলেন এবং মাসিক ১.৫ হাজার টাকা বিনিয়োগ করা শুরু করলেন, অর্থাৎ পুরো বছরে আপনি এই সিমের ১৮ হাজার টাকা বিনিয়োগ করছেন যা আপনার ৬০ বছর বয়সে গিয়ে দাঁড়াচ্ছে ৪.৬৮ লাখ টাকা। এর উপর আপনি পাবেন ১০% ধারে সুদ, যার ফলে আপনি ৬০ বছরের পরে ফেরত পাবেন প্রায় ২২.১৫ লাখ টাকা । যেই টাকাটি নেহার কম নয়।