PM Kisan Yojana – ভারতের কৃষিজীবী মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলি প্রকল্প চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan samman nidhi yojana), কীটনাশক, বীজ থেকে শুরু করে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রবিতে জিনিসপত্র ক্রয় করতে চার্সদের যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই শুরু করা হয়েছিল এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় তিন মাস অন্তর অন্তর চাষিদের ২০০০ টাকা করে দেওয়া হয়। তবে এবারে এক সুত্রবার জানা যাচ্ছে কৃষকরা এবার থেকে নাকি এই অনুদান দ্বিগুণ অর্থাৎ চার হাজার টাকা করে পেতে চলেছে।
এই খবরটি বাজারে আসার পর থেকেই দেশের কৃষকদের মধ্যে শোরগোল উঠেছে। এই অতিরিক্ত অনুদান সবাই পাবে নাকি কোন ভাগ রয়েছে সে নিয়ে উঠেছে নানা প্রশ্ন।আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে পিএম কিষাণ -এর (PM Kisan Yojana) আওতাভুক্ত কৃষকরা বর্তমানে এই যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের অনুদানের পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এবারে বিভিন্নোর মারফত জানা যাচ্ছে যে যারা এই প্রকল্পের অনুদান পাচ্ছেন তারা এক সঙ্গে এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে ১৪ তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এই বিষয়টি নিয়েই অনেকে বারবার বলছেন যে দ্বিগুণ টাকা পাওয়া যাবে।
শুক্রবার পথ আরো জানা গেছে 13 তম কৃষ্টি দেওয়ার সময় ঠিকমতো ভেরিফিকেশন না হওয়ায় বহুযোগ্য কৃষক আগেরবারে তাদের টাকা পাননি। এর মধ্যে যারা ভেরিফিকেশন করে নিয়েছেন সেই সমস্ত কৃষকরা এবারে 13 তম এবং ১৪ তম ইনস্টলমেন্ট একই সঙ্গে ব্যাংক একাউন্টে পাবেন। থাক যে সমস্ত কৃষকরা ভেরিফিকেশন না হওয়ার জন্য ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পাননি। তারা এবারে ১৩ এবং ১৪ তম ইনস্টল একই সঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ ২০০০ ও ২০০০ মোট ৪ হাজার টাকা পাবেন।
আরও পড়ুন – Rupashree Prakalpa 2023: রাজ্যের মেয়েরা পাবে ২৫,০০০ টাকা, আবেদন পত্র টি ডাউনলোড করুন।
PM Kisan Yojana ১৩ তম ইনস্টলমেন্ট কৃষকদের দেয়া হয়েছিল ২০২২ সালের ৩১শে মে তারিখে। আগামী জুলাই মাসের মধ্যে ১৪ তম ইনস্টল ক্লিয়ার করে দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি তরফে আরো জানানো হয়েছে PM Kisan Yojana প্রকল্পের ইনস্টলমেন্ট পেতে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করা প্রয়োজনীয়। যেসমস্ত কৃষকরা এখনো পর্যন্ত তাদের জমি সংক্রান্ত নথি আপলোড করেননি এবং ই-কেওয়াইসি সম্পন্ন করেননি তারা আগামী দিনে এই প্রকল্প থেকে বাদ পড়ে যেতে পারেন।
পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana) সংক্রান্ত যেকোনো সমস্যা কিংবা অভিযোগ জানানোর ক্ষেত্রে আপনি পিএম কিষাণ -এর হেল্পলাইন নম্বর 155261, 1800115526, 011-23381092 -এ যোগাযোগ করতে পারবেন। অন্যদিকে আপনি পিএম কিষাণ -এর কর্তৃপক্ষের তরফে জারি করা ইমেইল অ্যাড্রেস pmkisan-ict@gov.in -এ মেইল করার মাধ্যমে নিজের অভিযোগ কিংবা সমস্যা জানাতে পারেন।