PM YASASVI – আমাদের দেশে এমন অনেক পড়ুয়া রয়েছে যাদের মেধা থাকা সত্ত্বেও আর্থিক অবস্থার কারণে তারা নিজেদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারে না।এই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য সরকার বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন। স্কলারশিপের মাধ্যমে সাধারণত আর্থিক সুবিধা দেওয়া হয়। যাতে মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যেও নানারকম স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
কেন্দ্র সরকারও এই সকল পড়ুয়াদের কথা ভেবে একটি নতুন স্কলারশিপ নিয়ে হাজির হয়েছে। এই নতুন স্কলারশিপটি হল PM YASASVI স্কলারশিপ। তবে এই স্কলারশিপটি পেতে গেলে পড়ুয়াদের একটি বৃত্তি পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কর্তৃক নেওয়া হয়ে থাকে। কোন বিষয়ে এই পরিক্ষা নেওয়া হয়, কত টাকা দেওয়া হয়, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য আলোচনা করা হল দেখুন।
PM YASASVI স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন?
- ১) নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
- ২) এই স্কলারশিপে ভারতের Other Backward Class (OBC), Economically Backward Classes (EBC), যাযাবর, আধা যাযাবর, অ-বিজ্ঞাপিত ইত্যাদি শ্রেণীর পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
- ৩)আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
এই স্কলারশিপের টাকার পরিমাণ।
এই স্কলারশিপের মাধ্যমে নবম এবং দশম শ্রেণীর যোগ্য আবেদনকারীরা প্রতিবছর ৭৫ হাজার টাকা করে পাবে।আর একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১ লাখ ২৫ হাজার টাকা পাবেন।
এই স্কলারশিপের আবেদন পদ্ধতি।
পিএম যশস্বী স্কলারশিপে (PM YASASVI) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবেন-
১) সবার প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে।
২) হোম পেজে দেওয়া রেজিস্টার অপশনে আবেদনকারীর নাম, ইমেইল আইডি, জন্ম তারিখ ও পাসওয়ার্ড লিখতে হবে।
৩) একাউন্ট ক্রিয়েট করার পর একটি এপ্লিকেশন নাম্বার দেওয়া হবে যা পরবর্তী সময় লাগবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস।
১) আবেদনকারী পড়ুয়ার দশম শ্রেণী ও অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট,
২) পারিবারিক আয়ের শংসাপত্র।
৩) আবেদনকারীর আইডেন্টিটি কার্ড।
৪) আবেদনকারীর ইমেইল আইডি ও ফোন নম্বর।
আবেদনের শেষ তারিখ।
ইতিমধ্যেই ১১ ই জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া ১০ ই আগস্ট রাত ১১:৫০ পর্যন্ত চলবে।আবেদন শেষ হওয়ার পর ১২ ই আগস্ট থেকে ১৬ ই আগস্ট পর্যন্ত আবেদনপত্র সংশোধন বিভাগ খোলা হবে।
PM YASASVI স্কলারশিপের পরিক্ষায় কোন কোন বিষয় থাকবে?
ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক এই পরীক্ষা নেওয়া হবে। মোট ১০০ নম্বরের mcq পরিক্ষা নেওয়া হবে। অংক ৩০ নম্বরের, বিজ্ঞান ২০ নম্বরের, সোশ্যাল সাইন্স ২৫ নম্বরের আর সাধারণ জ্ঞানের ২৫ নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষাটি OMR SHEET এর মাধ্যমে নেওয়া হবে।
পরিক্ষার তারিখ – চলতি বছরে ২৯ শে সেপ্টেম্বর এই পরিক্ষা নেওয়া হবে।