Rupashree Prakalpa 2023: রাজ্যের মেয়েরা পাবে ২৫,০০০ টাকা, আবেদন পত্র টি ডাউনলোড করুন।

Rupashree Prakalpa 2023 – পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে, যার নাম রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের সাহায্যে পশ্চিমবঙ্গের সমস্ত ১৮ বছর বয়সের ঊর্ধ্বে মেয়েদের বিবাহের পূর্বে এক সুবিধা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার মেয়েটির পরিবারকে আর্থিক সাহায্য করবে তার বিবাহের জন্য। এই প্রকল্পের অধীনে ১৮ বছরের উর্ধের মেয়েরা বিয়ে করতে চাইলে নিচের  দেওয়া পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের দাবী এই পরিকল্পনায় বাল্যবিবাহ প্রতিরোধ হবে।

WB Rupashree Prakalpa 2023 Overview

প্রকল্পের নামRupashree Prakalpa ( রূপশ্রী প্রকল্প )
আবেদন করার যোগ্যতামেয়েটির বয়স কমপক্ষে ১৮ হতে হবে এবং তাকে অবিবাহিত হতে হবে।
প্রকল্পের মাধ্যমে কত টাকা পাবনেপশ্চিমবঙ্গ সরকারের তরফে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য মিলবে।
Official WebsiteClick Here 

এই প্রকল্প আবেদন করার যোগ্যতা।

  • মেয়েটির বয়স কমপক্ষে ১৮ হতে হবে এবং তাকে অবিবাহিত হতে হবে।
  • পাত্রের বয়স কমপক্ষে ২১ হওয়া আবশ্যিক।
  • পারিবারিক আয় বার্ষিক দের লক্ষ্যের বেশি হওয়া চলবে না।
  • আবেদনকারীর এটি প্রথম বিবাহ হওয়া আবশ্যিক।
  • কন্যার কোনো নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রযোজ্য নয়।

এই প্রকল্পের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন?

  • শুধুমাত্র একবার কন্যার বিয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য মিলবে।কন্যার ব্যাংক একাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা।
Rupashree Prakalpa 2023

প্রয়োজনীয় ডকুমেন্টস।

  • মেয়ের জন্মের পরিচয় পত্র।
  • পাত্রের বয়সের প্রমাণপত্র।
  • মেয়ের ও পাত্রের পাসপোর্ট ছবি।
  • বিয়ের নিমন্ত্রণ পত্র (যদি থাকে)।
  • বিবাহের জন্য একটি সেলফ ডিক্লারেশন।
  • যে কোন পরিচয় পত্র।
  • ব্যাংক একাউন্ট এর সম্পূর্ণ তথ্য।
  • পারিবারিক আয় এর প্রমান।

রূপশ্রী প্রকল্পে আবেদন করার পদ্ধতি।

এই প্রকল্পে আপনি অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করতে পারেন। আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা SDO অফিস থেকেই রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অনলাইনেও আবেদন পত্র পাওয়া যায়। ফ্রমটি সংগ্রহ করার পর উপরের দেওয়া নদীগুলি সহ ফর্মটি ঠিক মত ভাবে ফিলাপ করে যেখান থেকে ফর্মটি তুলেছেন সেখানেই সাবমিট করে দিন।
**এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি ( How to Check Rupashree Prakalpa status ).

  • প্রথমে রূপশ্রী প্রকল্প অফিশিয়াল সাইট এ যেতে হবে।
  • এরপর ট্র্যাক এপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে
  • সামনে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
  • ঠিকঠাক ভাবে তথ্য দেওয়ার পর সামমিট অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আবেদন পত্রের স্ট্যাটাসটি স্ক্রিনে দেখা যাবে।

FAQ : Rupashree Prakalpa

What is the age limit for Rupashree?

-The applicant has attained the age of 21 years.

Can I apply for Rupashree after marriage?

-No. The applicant must submitted before married.

What is the amount of Rupashree in 2023?

-The government of West Bengal has proposed to provide each Unmarriage girl ₹25,000 for Marriage.

Join Join