সেভিংস অ্যাকাউন্ট Vs কারেন্ট অ্যাকাউন্ট – ব্যাংক একাউন্ট বর্তমান যুগের মানুষের একটি খুবই প্রয়োজনীয় জিনিস। বর্তমানে ইউপিআই ট্রানজাকশন এর যুগে ব্যাংক একাউন্ট না থাকলে আপনি সমাজের থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন। কিন্তু ব্যাংক একাউন্ট খোলার সময় আমরা অনেকেই শুনতে পাই দুটি ট্রাম। সেগুলি হল সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই দুটি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি এবং কোনটি আপনার জন্য উপযুক্ত।
সেভিংস অ্যাকাউন্ট – এর সুবিধা ও অসুবিধা।
সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ এটি হলো একটি জেনারেল একাউন্ট। সাধারণ মানুষ সচরাচর এই ধরনের অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন। এই অ্যাকাউন্ট খোলার জন্য কোনরকম বাধ্যবাধকতা নেই, যে কোন মানুষ খুলতে পারে। অর্থাৎ আপনি আপনার টাকা ব্যাংকে জমা করে রাখার জন্য যে একাউন্টে ব্যবহার করে থাকেন সেটি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড, ভোটার কার্ড ও প্যানকার্ডের প্রয়োজন পরে। তাছাড়া আর বিশেষ কিছু প্রয়োজন পড়ে না এই ধরনের অ্যাকাউন্ট খুলতে।
আরও পড়ুন – বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে SBI এ অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।
কারেন্ট একাউন্ট – এর সুবিধা ও অসুবিধা।
কারেন্ট একাউন্ট হলো এমন একটি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট কোন মানুষ চাইলেই খুলতে পারেনা। এই অ্যাকাউন্ট কখনো নিজের নামে খোলা যায় না। এই একাউন্টে কোন সংস্থা অথবা কোম্পানির নামেই হয়ে থাকে। কোন কোম্পানি তাদের টাকা সংরক্ষণের জন্য এবং ট্রাঞ্জাকশনের জন্য যে ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে সেটিই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ট্রেড লাইসেন্স থাকা আবশ্যিক। ট্রেড লাইসেন্স না থাকলে আপনি এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না।
সেভিংস অ্যাকাউন্ট Vs কারেন্ট অ্যাকাউন্ট
আপনি যদি আপনার অ্যাকাউন্ট নিজের পার্সোনাল কাজে ব্যবহার করতে চান তাহলে আপনি সেভিং অ্যাকাউন্ট খুলুন। এই ধরনের অ্যাকাউন্ট আপনি কখনোই আপনার ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। তবে হ্যাঁ আপনার যদি একদম ছোট ব্যবসা হয় এবং ট্রেড লাইসেন্স না থাকে তবে আপনি এই অ্যাকাউন্ট ছোটখাটো ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন। তবে সেভিংস একাউন্টে ট্রানজাকশনের একটি লিমিট থাকে সেই লিমিটের বাইরে গিয়ে আপনি আর ট্রানজাকশন করতে পারবেন না তাই বড় ব্যবসায়ীরা এটি কখনোই ব্যবহার করতে পারবেন না।
অন্যদিকে কারেন্ট একাউন্ট শুধুমাত্র ব্যবসার জন্যই খোলা হয় সাধারণ মানুষ পার্সোনাল কাজের জন্য এই অ্যাকাউন্ট ব্যবহার করেন না। এবং এই একাউন্ট চাইলেই কোন সাধারণ মানুষ খুলতে পারবেন না এটি শুধুমাত্র ব্যবসায়িক কারণে খোলা যায় কারণ এটি খুলতে গেলে ট্রেড লাইসেন্স থাকা আবশ্যিক। দিকে এই অ্যাকাউন্টে ট্রানজাকশনের কোন লিমিট বেঁধে দেওয়া থাকে না যার ফলে আপনি যত খুশি ট্রানজাকশন করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল কারেন্ট একাউন্ট থাকলে আপনি ব্যাংক থেকে বিশাল অংকের বিজনেস লোন পেতে পারেন।