Sim Card – স্মার্টফোন রয়েছে আর তাতে সিম কার্ড ( Sim Card) থাকবে না তা কি হয়। সিম কার্ড ছাড়া ফোন এ যেন জল ছাড়া মাছের মত। জল ছাড়া যেমন মাছ বাচে না, তেমনি সিম কার্ড ছাড়া ফোন যেন মৃতপ্রায়। বর্তমান প্রজন্মের কাছে ফোন আর সিম কার্ড ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস। তবে এই সিম কার্ড যেমন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, তেমনি এই সিম কার্ড জালিয়াতির কারনে যে কেউ নিজের সব খুইয়ে ফেলতে পারেন।
কারন সিম কার্ড (Sim Card) নিয়ে মাঝে মধ্যেই নানা জালিয়াতির খবর ঘটে থাকে। সিম কার্ড নিয়ে দেশে যে হারে জালিয়াতি বাড়ছে, তা বন্ধ করতেই এবার সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার এই সিম সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম লাঘু করল দ্যা ডিপার্টমেন্ট অফ টেলিকম (DOT)। কোনও সিম বিক্রেতা বা দোকানদার যদি এই নিয়মগুলি লঙ্ঘন করেন, তাহলে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হবে।
সিম কার্ডের (Sim Card) নতুন নিয়ম কী?
DoT-এর নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সিম কার্ড (Sim Card) দোকানে (রিটেল) একটি কপোরেট আইডি নম্বর বা CIN নম্বর জারি করা হবে। এই জরুরি নম্বরটি ছাড়া কেউ সিম কার্ড বিক্রি করতে পারবেন না। এখন একটা রিটেল দোকানকে DoT-এর অধীনে রেজিস্টার করতে আধার, প্যান, পাসপোর্ট এবং জিএসটির বিশদ বিবরণ দিতে হবে। এছাড়াও দোকানের কর্মীদেরও পুলিশ ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে।
আরও পড়ুন – UPI Payment Pay Later – UPI-এর নতুন সুবিধা, টাকা না থাকলেও হবে পেমেন্ট, কীভাবে বিস্তারিত জানুন।
DoT-এর নতুন নিয়ম না মানলে কি হবে?
কোনও দোকান রেজিস্ট্রেশন ছাড়া সিম কার্ড বিক্রি (Sim Card Sale) করতে পারবে না। এই রেজিস্ট্রেশম ছাড়া যদি কোনও দোকান সিম কার্ড বিক্রি করে, তাহলে তার আইডি ব্লক করে দেওয়া হবে। এছাড়াও কোনও সিম বিক্রেতা বা দোকানদার যদি এই নিয়মগুলি লঙ্ঘন করেন, তাহলে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে।
Sim Card সংক্রান্ত নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে?
DoT-এর তরফে আগেই ৩০ সেপ্টেম্বরের মধ্যেই Jio, Airtel-এর মতো টেলিকম সংস্থাগুলিকে সমস্ত রিটেল দোকানের কর্মী, সিম বিক্রেতাদের তথ্যাদি রেজিস্টার করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন ৩০ সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর মাস চলছে। সেই অনুযায়ী দেশে সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়মও কার্যকর হয়ে গিয়েছে। অর্থাৎ ১ অক্টোবর থেকে দেশের টেলিকম ক্ষেত্রে এই বড় পরিবর্তন হয়েছে। সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়মটি চালু হওয়ার ফলে এখন থেকে বিক্রেতারা কোনও ভুয়ো সিম কার্ড বিক্রি করতে পারবেন না। এই সংক্রান্ত আরও খবর পেতে আমাদের সাথে থাকুন।
আরও পড়ুন – Gold Price Today – সুখবর এক ধাক্কায় অনেকটা পড়লো সোনার দাম। দেখুন আজকের সোনার দাম।