বাঙালি মানেই ভ্রমণ প্রিয়াসি। বেশিরভাগ বাঙালি ঘুরতে ভালোবাসেন। ছুটি পেলেই ঘুরে আসতে চান বিভিন্ন জায়গা থেকে। তাই আজ আমরা আপনাদের সন্ধান দিতে চলেছি দক্ষিণবঙ্গের এমন কিছু ভ্রমণ এর জায়গার যেখানে আপনি না গেলে আপনার জীবন বৃথা হয়ে যেতে পারে।
১) মায়াপুর
মায়াপুর- নদীয়া জেলার মায়াপুর একটি বিখ্যাত ভ্রমণ স্থান। এটি একটি ডিভিশনাল অর্থাৎ ভক্তিমূলক শহরও বটে ।ইসকন মন্দির এর পাশাপাশি রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। এখানে এলে আপনি মনের শান্তি খুঁজে পেতে পারেন।
২) শান্তিনিকেতন
শান্তিনিকেতন- যারা শান্ত মনোরম পরিবেশ খুঁজছেন তাদের জন্য শান্তিনিকেতন দারুন জায়গা। বীরভূম জেলার বোলপুর এ অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতন প্রকৃতি ঘেরা। এখানে আপনি প্রচুর দর্শনীয় স্থান পাবেন যার মধ্যে উল্লেখযোগ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও সোনাঝুরির হাট।
৩) সুন্দরবন
সুন্দরবন- দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অন্যতম আকর্ষণীয় এক জায়গা। শহরের কোলাহল দূরে সরিয়ে প্রকৃতির সান্নিধ্য লাভ করতে আপনি অবশ্যই সুন্দরবন ঘুরে আসতে পারেন। এখানে আপনি ভাগ্যক্রমে রয়েল বেঙ্গল টাইগার ও দেখে নিতে পারেন। তাছাড়া বন জঙ্গলে ঘোরার ইচ্ছা থাকলে এটি আপনার জন্য একেবারেই উপযুক্ত।
৪) মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ- ইতিহাস রাজ রাজাদের কাহিনীতে ঠাসা শহর মুর্শিদাবাদ। হাজারদুয়ারি কাঠগোলা বাগান নানা দর্শনীয় ঐতিহাসিক স্থান রয়েছে এখানে। ঐতিহাসিক জায়গায় ঘোড়া পছন্দ হলে আপনি অবশ্যই যেতে পারেন এই মুর্শিদাবাদে।
৫) কলকাতা
কলকাতা : শহর কলকাতা হল রাজ্যের রাজধানী, যাকে আমরা সিটি অফ জয় অথবা আনন্দের শহরও বলে থাকি। শহরের রয়েছে একটি প্রাণ-স্পন্দনে ভরপুর ঐতিহাসিক প্রেক্ষাপট৷ আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজের মত জনপ্রিয় স্থানগুলি দেখতে পারেন৷ এই সকল স্থানগুলিই কলকাতাকে পশ্চিমবঙ্গের সর্বাধিক দর্শনীয় স্থানগুলির মধ্যে একটিতে পরিণত করার জন্য একত্রিত হয়৷
৬) দীঘা
দীঘা: দক্ষিণবঙ্গে ভ্রমণের জন্য দীঘা একটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট।দিঘার সমুদ্র তীরবর্তী শহরটি পশ্চিমবঙ্গের ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত৷ আপনি দিঘায়, নতুন দিঘা বিচ, তালসারি বিচ, এবং শঙ্করপুর বিচের মত সমৃদ্ধ বিচগুলিতে ঘুরে সময় কাটাতে পারেন৷ সমুদ্র ভালোবাসলে দীঘা আপনার জন্য একটি উপযুক্ত জায়গা।
৭) হলদিয়া
হলদিয়া: হলদিয়াকে প্রায়শই শুধুমাত্র কলকাতার একটি প্রসারিত অংশ বলে অবজ্ঞা করা হয়ে থাকে, কিন্তু এই শহরে রয়েছে দেখার মত আরও বহু কিছু৷ হলদিয়া হল চিত্তাকর্ষক মেরিন ড্রাইভ আর চমৎকার দৃশ্যাবলী সহ নদীর তীরে অবস্থিত একটি সমৃদ্ধ শহর৷ আপনি হলদিয়ার প্রকৃত অভিজ্ঞতা করার জন্য ঘুরে দেখতে পারেন মেরিন ড্রাইভ এবং বন্দরগুলি৷
আরও পড়ুন – বন্ধ হবে 5G ডেটা পরিসেবা! কেন বন্ধ হবে 5G জানুন বিস্তারিত
৮) দুর্গাপুর
দুর্গাপুর: যদি আপনি প্রকৃত বাঙালী সংস্কৃতির অভিজ্ঞতা করার ইচ্ছা করেন, তাহলে দুর্গাপুর হল সেই জায়গা৷ দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে দেউল চক, এই স্থানগুলিতেই আপনি বাঙালী হওয়ার প্রকৃত অর্থ খুঁজে পেতে পারেন৷ এছাড়াও আপনি দুর্গাপুরে প্রকৃত বাঙালী খাবারের মাধ্যমে আপনার সুস্বাদু খাবার খাওয়ার রসনা তৃপ্ত করতে পারবেন৷
৯) বিষ্ণুপুর
বিষ্ণুপুর: পোড়ামাটির জন্মস্থান, বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরগুলি এই ঐতিহ্যবাহী শহরের সৌন্দর্যকে আরও উন্নত করেছে৷ 17 এবং 18 শতকে, মল্ল রাজবংশের শাসকরা এখানে অনেকগুলি সুন্দর মন্দির তৈরি করেছিলেন । এটি পশ্চিমবঙ্গে একটি দর্শনীয় স্স্থান।কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, বিষ্ণুপুর শিল্প ও স্থাপত্য প্রেমীদের জন্য একটি ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন।
১০) কামারপুকুর
কামারপুকুর: হুগলি জেলায় অবস্থিত একটি সাধারণ বাঙালি গ্রাম, কামারপুকুর হল একটি প্রাচীন ভবন, ট্যাঙ্ক এবং মন্দিরে পূর্ণ। অতীত গৌরবের আভাস পেতে, এই সুন্দর গ্রামটি দেখার জন্য একটি উল্লেখযোগ্য স্থান। এছাড়াও পবিত্র হিসাবে বিবেচিত, গ্রামটিতে যোগী শিব মন্দির, গোপেশ্বর মন্দির, মাতৃ মন্দির, মুকন্দপুর মন্দিরের পাশাপাশি জয়রামবাটি মন্দির রয়েছে। পশ্চিমবঙ্গে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি, এই জায়গাটি তার আকর্ষণীয় কবজ দিয়ে দর্শকদের বিস্মিত করে না।
আরও পড়ুন – এবার খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করে নিন।