ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপ (WB Scholarship) নিয়ে আসে সরকারি এবং বেসরকারি সংস্থা গুলি। স্কলারশিপ গুলি ছাত্রছাত্রীদের পড়াশোনা করতেও বিশেষভাবে সাহায্য করে। আজ আমরা কথা বলব এমন পাঁচটি ভারতীয় স্কলারশিপ নিয়ে যা ছাত্রছাত্রীরা পেলে খুবই উপকৃত হবে।
১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) : এই স্কলারশিপে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পড়াশোনা করার জন্য আবেদন করা যায়। আবেদন করলে মাসিক কমপক্ষে আট হাজার টাকা পেতে পারেন। যদিও পুরো টাকাটি একসঙ্গে ছাত্রছাত্রীদের বছরে একবার করে দেওয়া হয়। এই স্কলারশিপ (WB Scholarship) এ আবেদন করতে গেলে মাধ্যমিকে ৭৫% মার্কস/উচ্চমাধ্যমিকে ৭৫% মার্কস/গ্র্যাজুয়েশনে ৫৫% মার্কস/post graduation এ ৫৩% মার্কস প্রয়োজনীয়। এছাড়াও ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকা নিচে হওয়া আবশ্যিক। এই স্কলারশিপে আবেদন করার পদ্ধতি আগেই বলা আছে।
২) বিগয়ানি কন্যা মেধা বৃত্তি: এই স্কলারশিপে আবেদন করার জন্য st/sc/OBC হওয়া আবশ্যিক। এই স্কলারশিপ এ মাসে 3000 টাকা অব্দি পাওয়া যায়। এই স্কলারশিপে (WB Scholarship) আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা গ্রাজুয়েট। যারা গ্রাজুয়েশনের পর তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায় তাদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদেরই দেওয়া হয়।। স্কলারশিপে আবেদন করতে গেলে পারিবারিক ইনকাম আড়াই লাখ টাকার নিচে হওয়া আবশ্যিক।
৩) ওয়েস্ট বেঙ্গল প্রিম্যাট্রিক্স স্কলারশিপ: এই স্কলারশিপে নবম এবং দশম শ্রেণী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। তবে তাদের অতি অবশ্যই SC/ST বা OBC ক্যাটাগরির হতে হবে। ডিসেম্বর মাস পর্যন্ত এই স্কলারশিপের (WB Scholarship) জন্য আবেদন করা যায়। এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা মাসে দেড়শ থেকে সাড়ে সাতশ টাকা অব্দি পেয়ে থাকেন। এবং বার্ষিক হিসাবে ১ হাজার টাকা পেয়ে থাকেন। এই স্কলারশিপ এর ক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদের পারিবারিক বাঁশি খায় আড়াই লাখ টাকার কম হতে হবে এবং উপরে উক্ত কাস্ট গুলির মধ্যে হতে হবে।
৪) ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ: এই স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে ST/OBC ক্যাটাগরির হতে হবে। আজ সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিকের থেকে উপরের লেভেলে পড়লে তবেই আপনি স্কলারশিপ (WB Scholarship) এর জন্য আবেদন যোগ্য। স্কলারশিপে আবেদন করলে আপনি মাসে ১৬০ টাকা থেকে বারোশো টাকা অব্দি পেতে পারেন। স্কলারশিপ এ আবেদন করার সময়সীমা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত।
৫) ওয়েস্ট বেঙ্গল হিন্দি স্কলারশিপ স্কিম: এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে আপনাকে অতি অবশ্যই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট বা পোষ্ট গ্র্যাজুয়েটে পঠোরত হবে। সর্বশেষ পরীক্ষায় আপনার মিনিমাম ৬০% নাম্বার থাকা আবশ্যিক। আপনার সমস্ত সাবজেক্ট গুলির মধ্যে হিন্দি বিষয়টি কম্পালসারি ভাবে থাকা আবশ্যিক। এই স্কলারশিপে (WB Scholarship) আপনি মাসিক ৩০০০ টাকা থেকে ১০০০০ টাকা অব্দি পেতে পারবেন।এই স্কলারশিপের আবেদনের সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর।
আরও পড়ুন- এবারে প্রতি মাসে রাজ্য সরকারের থেকে পাবেন ১৫০০ টাকা!