Snehaloy Housing Scheme – আবাস যোজনার কথা ভুলে যান, এই প্রকল্পে আবেদন করলেই ১ লাখ ২০ হাজার টাকা পেয়ে যাবেন বাড়ি করার জন্য।

Snehaloy Housing Scheme – পশ্চিমবঙ্গের নাগরিকদের সুবিধার জন্য রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন। এই সব প্রকল্পগুলির চালু করার উদ্দেশ্যই হল সাধারণ মানুষলে আর্থিক সহায়তা করা। কখনো শিক্ষাখাতে আবার কখনো আবাসনখাতে এই সব সহায়তা করেন সরকার। পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগন এই সকল প্রকল্পের সুবিধা নিয়ে উপকৃত হচ্ছেন।

রাজ্য সরকার ফের অসহায়, দুঃস্থ ও কম রোজগার সম্পন্ন মানুষদের জন্য নতুন প্রকল্প নিয়ে এসেছে। যে সকল দুঃস্থ মানুষদের পাঁকা ঘর নেই সেই সকল মানুষদের পাঁকা ঘর তৈরির জন্য এই নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পটির নাম হল স্নেহালয় হাউসিং স্কীম (Snehaloy Housing Scheme)। এই যোজনার আওতায় বাংলার দরিদ্র শ্রেণীর মানুষদের বাড়ি নির্মানের জন্য সরকারের তরফে আর্থিক সহায়তা করা হয়।

স্নেহালয় হাউসিং স্কীম (Snehaloy Housing Scheme) কি ?

বাংলা আবাস যোজনার মতোই এটিও একটি বাড়ি নির্মান প্রকল্প। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩রা মার্চ, ২০২০ সালে এই স্নেহালয় হাউসিং স্কীম (Snehaloy Housing Scheme) এর শুভ সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের পাঁকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার।

আরও পড়ুন – Duare Saree Scheme – বাংলায় ‘দুয়ারে শাড়ি” কর্মসূচি চালু হচ্ছে! পুজোর আগে সবাইকে পোশাক দেবে সরকার

এই প্রকল্পের কত টাকা দেওয়া হয় ?

অর্থাৎ পাঁকা বাড়ি বানানোর জন্য রাজ্য সরকারের তরফে এককালীন অনুদান দেওয়া হয়। স্নেহালয় হাউসিং স্কীম (Snehaloy Housing Scheme) এর আওতায় রাজ্যের সাধারণ মানুষদের বাড়ি তৈরির জন্য সরকারের তরফে এককালীন ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়।

Snehaloy Housing Scheme – এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন ?

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর পারিবারিক মাসিক দশ হাজার টাকা বা তার চেয়ে কম হতে হবে।
৩) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের (Economically weaker section) নিবন্ধিত হতে হবে।
৪) আবেদনকারী যদি পূর্বে কোন হাউজিং প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে এই প্রকল্পে সুবিধা পাবেন না।

আবেদন করবেন কিভাবে ?

আবেদনকারীরা এই স্নেহালয় হাউসিং স্কীমে আবেদনের জন্য wbhousing.gov.in গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও West Bengal Government এর অফিসিয়াল সাইট wb.gov.in এর মাধ্যমেও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?

যে সমস্ত নথিগুলো প্রয়োজন সেগুলি হল-

  • ১) আবেদনকারীর (আধার কার্ড/ভোটার কার্ড।
  • ২) পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসের শংসাপত্র।
  • ৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, আইএফএস কোডের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।
  • ৪) Economically Weaker Section সার্টিফিকেট।
  • ৫) পাসপোর্ট সাইজের ছবি।

আরও পড়ুন – Gold Rate Today – থমকে দাঁড়িয়ে সোনার বাজার, এই সুযোগে কিনে নিন

Join Join