WB Summer Vacation: এই মুহূর্তের খবর, বাতিল গরমের ছুটি! কি বললেন মুখ্যমন্ত্রী।

Advertisements

WB Summer Vacation 2023 – পশ্চিমবঙ্গ সরকারের ছুটির লিস্ট অনুযায়ী ২৪শে মে থেকে ০৪ই জুন পর্যন্ত অর্থাৎ মাত্র ১০ দিন ছিলো গরমের ছুটি। কিন্তু গরম অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার জন্য ছুটি এগিয়ে এনে ২ রা মে থেকে। প্রায় তিন সপ্তাহ মতো এগিয়ে আছে গরমের ছুটি (WB Summer Vacation). কিন্তু গরম বহুল পরিমাণে বেড়ে যাওয়ায় হঠাৎ এক সপ্তাহ আপৎকালীন গরমের ছুটি দেয় সরকার। এবং এই ছুটি শেষে মুখ্যমন্ত্রী জানাই গত সেকেন্ড মে থেকে খুলে যাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

কবে থেকে গরমের ছুটি রাজ্যে ? (WB Summer Vacation Final Date.)

WB Summer Vacation
   

পুরনো নোটিশ মতই আগামী ২৯ এপ্রিল ক্লাস হয়ে রাজ্যের সমস্ত সরকারি ও পোষিত স্কুলে গরমের ছুটি (WB Summer Vacation) পড়ে যাবে। কিন্তু এই ছুটির বিরুদ্ধে রয়েছে স্বয়ং প্রধান শিক্ষকরা। তারা এই ছুটি বাতিল (Cancelled WB Summer Vacation) করার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে। এর পাশাপাশি একাধিক শিক্ষা সংগঠনও এই ছুটি বাতিল (Cancelled WB Summer Vacation) করার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। আর এ থেকেই শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন- উচ্চশিক্ষার জন্য পাবেন এক লাখ টাকা ! এক্ষুনি আবেদন করুন এই HDFC Scholarship 2023-এ।

Advertisements

সূত্রের খবর পশ্চিমবঙ্গের হেডমাস্টার অ্যাসোসিয়েশনের তরফেসাধারণ সম্পাদক চন্দন মাইতি মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানিয়েছেন, যেন এই ছুটি বাতিল করা হয়। এবং এই আবেদনের সাথে বেশ কয়েকটি কারণো তিনি উল্লেখ করেছেন যে কারণে এই ছুটি বাতিল করা উচিত। প্রথমত এই ছুটির ফলে শিক্ষার দিন অনেক কমে যাচ্ছে যা শিক্ষার আইনের বিরোধী।এছাড়া CCE বা নিরবিচ্ছিন্ন সার্বিক মুল্যায়ন এর ও ব্যাঘাত ঘটছে যা পড়ুয়াদের সার্বিক বিকাশের বিপরীতে।

WB Summer Vacation

যদিও এ বছরের গরম অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা বেশি। গরমের জন্য ছুটি (WB Summer Vacation) বাড়িয়েছে দেশের বিভিন্ন রাজ্যগুলি। তাছাড়া গরমের জন্য শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। সমস্ত পরিস্থিতি বিবেচনা করেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল ফের এই একই বিবৃতি সকলের সামনে তুলে ধরেন।

একথা ও ঠিক যে ক্লাস নাহলে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে আবার এ কথাও ভেবে দেখার মত এই গরমে কোন পড়ুয়া স্কুলে এসে অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নেবে। পরিবেশের ওপর কারোর কোন হাত থাকে না। সবকিছু মিলিয়েই এখন রাজ্যের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টায় রয়েছেন। যদি এই ব্যাপারে কারো নতুন সিদ্ধান্ত নেয়া হয় তবে তা শীঘ্রই জানাবে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর।

আরও পড়ুন – মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে! এক নজরে বন্ধের তালিকা দেখে নিন। List of Bank Holidays in May 2023.

তবে অভিভাবকরা চাইছেন যাতে ছাত্রছাত্রীরা গরমের ছুটি পাক (WB Summer Vacation). আবার একদল অভিভাবক তার বিরোধিতা করছেন। তবে এই নিয়ে দ্বিমত থাকলেও এখনো অব্দি কিছুই জানায়নি রাজ্য সরকার।

FAQ regarding WB Summer Vacation 2023

The Date of starts summer vacation in West Bengal?

Summer vacation in West Bengal 2 May 2023.

Who is chief minister of West Bengal?

Mamata Banerjee

Who is education minister of west bengal?

At present the Minister-in-Charge of Education Department is Mr. Bratya Basu.

Advertisements
Join Join