Primary TET Interview – ফের ইন্টারভিউ! তবে এবারে কি কি ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? দেখুন সেই বিজ্ঞপ্তি।

Advertisements

Primary TET Interview – এসএসসি এবং প্রাথমিক স্কুলের চাকরি নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন আপডেট আসতেই থাকে। তেমনি সামনে এলো আবারো এক নতুন বিজ্ঞপ্তি। প্রাথমিককে শিক্ষক হিসেবে চাকরি করার জন্য এক নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। প্রাথমিকের ইন্টারভিউ (Primary TET Interview) নিয়ে একটা নতুন আপডেট দিল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। যাদের স্পেশাল বি এড করা রয়েছে এবং ৮২ নম্বর নিয়ে টেট পাস করেছে সেই সমস্ত সংরক্ষিত প্রার্থীদের ইন্টারভিউ (Primary TET Interview) নেওয়ার কথা জানানো প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক এই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আদালত থেকে পাওয়া নির্দেশ মতো স্পেশাল বিএড করা এবং ৮২ নম্বর নিয়ে ট্রেড পাশ করা  সংরক্ষিত পরীক্ষার্থীদের আবারও ইন্টারভিউ নেয়া হবে পর্ষদ তরফে। কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ (Primary TET Interview) টি কলকাতাতেই নেওয়া হবে । প্রার্থীরা কল লেটার ডাউনলোড করতে পারবেন। যদিও বেশ কিছুদিন আগে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানায় তারা দুর্নীতি মুক্তভাবে বছরে দুবার করে নিয়োগ করতে চান। শিক্ষক নিয়োগ পক্ষে এ বছর প্রায় ৪০ হাজারের বেশি প্রার্থী টেট পরীক্ষা দেন এবং তাদের মধ্য থেকে অনেকের ইন্টারভিউ (Primary TET Interview) নেওয়াও শেষ হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যে বাকিদেরও ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে যাবে।

Advertisements
   

আরও পড়ুন – SBI Careers – SBI-তে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানুন।

Primary TET Interview New Rules.

তবে এবার ইন্টারভিউতে দুর্নীতি রুখতে বেশ কড়া পর্ষদ। এবারে ইন্টারভিউ তে প্রার্থীরা যে নাম্বার পাবে সেই নাম্বার সরাসরি আপলোড করে দেয়া হবে পর্ষদের সার্ভারে, তার সঙ্গে সঙ্গে থাকছে পুরো ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাপি। তার সঙ্গে ইন্টারভিউ (Primary TET Interview) এর সময় থাকতে চোখ ডাস্টার যেখানে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে সামনে ক্লাস নিয়েও দেখাতে হবে।

Advertisements
Primary TET Interview

প্রায়ই এমন অভিযোগ ওঠে যে বেশ কিছু চাকরিপ্রার্থী ইন্টারভিউ (Primary TET Interview) এবং পরীক্ষাতে ভালোভাবে পাস করতে পারলেও তারা ক্লাসে গিয়ে ভাবে ক্লাস নিতে পারেন না, কিন্তু একজন শিক্ষকের সব থেকে বড় গুন হল ক্লাসে গিয়ে ক্লাস নেওয়া কারণ একজন শিক্ষককে এই জন্যই নিয়োগ করা হয় যাতে সে ক্লাসে গিয়ে ঠিকঠাক ভাবে ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ে তুলতে পারে। তাই জন্য এবার এই বিষয়ে প্রবেশ করা নজর দিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এবারে ইন্টারভিউতে এ বিষয়ে কড়া নজর দিয়েছে। এবার থেকে ইন্টারভিউ এর সময় ক্লাস নিয়ে দেখাতে হবে চাকরিপ্রার্থীদের। এবং ইন্টারভিউয়াররা যে নাম্বার দেবে সেই নাম্বার সরাসরি আপলোড হয়ে যাবে সার্ভারে। এরপর সমস্ত ইন্টারভিউতে দেওয়া নাম্বারের পরের ভিত্তিতে চাকরি-বাত্রীদের চাকরিতে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন – New Prokolpo – আর না বেকার! রাজ্যের সকলেই চাকরি পাবেন, এই প্রকল্পের মাধ্যমে, জেনে নিন কিভাবে।

Advertisements
Join Join