Primary TET – গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি জানান ,এবার থেকে সবকিছুতে স্বচ্ছ্বতা থাকবে। প্রতি বছর টেট পরীক্ষার কথাও বলেছিলেন তিনি। গৌতম পাল দায়িত্বে আসার ২০২২ সালের টেটের দিকে নজর ছিল সবার। এবার ২০২২ সালে টেট পরীক্ষা (Primary TET) উত্তৃনকারীদের জন্য সুখবর নিয়ে এলেন তিনি।
২৯ এপ্রিল থেকে ডাউনলোড করা যাচ্ছে টেট পরীক্ষা পাশের সার্টিফিকেট। তবে এর বেশ কিছুদিন আগে থেকেই ২০১৪ সালের উত্তীর্ণ প্রার্থীরা তাদের সার্টিফিকেট ডাউনলোড (Primary TET Certificate Download) করতে পারছিল অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দ্রুততার সঙ্গে এই টেট পাশ সার্টিফিকেট দিয়ে স্বচ্ছ্বতার বার্তা আরও স্পষ্ট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনই মনে করছে রাজ্যের শিক্ষা মহল।
পরীক্ষার দুই মাসের মধ্যে ১০ ফেব্রুয়ারি প্রাথমিক টেটের ফল ( Primary TET Result ) প্রকাশ করে পর্ষদ। প্রায় ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ, পাশের হার প্রায় ২৪.৩১ শতাংশ। এবার সেই পরীক্ষায় উত্তীর্ণদের জন্য টেট পাশ সার্টিফিকেট প্রকাশ করল পর্ষদ।
আরও পড়ুন – Canara Bank Recruitment – ইন্টারভিউয়ের মাধ্যমে কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ।
কিছুদিন আগে পর্ষদ সভাপতি গৌতম পাল আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জনান, ২০১৪ সালের ‘টেট’ সার্টিফিকেট ৩০ এপ্রিলের মধ্যেই দেওয়া হবে। হাইকোর্টের নির্দেশ মেনে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই পদক্ষেপ করল পর্ষদ।
তবে এই সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন কিভাবে? এই সার্টিফিকেটগুলি ডাউনলোড করতে গেলে আপনাকে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট । এই সার্টিফিকেট ডাউনলোড (Primary TET Certificate Download) করার জন্য বর্তমানে তিনটি ওয়েবসাইট রয়েছে সেগুলি যথাক্রমে:
- https://www.wbbpeonline.com/Das hboard/DownloadCertificate
- https://www.wbbpe.org/
- https://wbbprimaryeducation.org/
এই তিনটি ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই আপনার এডমিট কার্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রকৃতির মাধ্যমে আপনার উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। তবে অন্যান্য বার টেটের সার্টিফিকেট বের করার তুলনায় এবার একটু বেশি দ্রুততার সঙ্গেই এই সার্টিফিকেট বের করা হয়েছে। শিক্ষামহলে অনেকে মনে করছেন নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করতেই এবারে দ্রুততার সঙ্গে এই সমস্ত কাজ গুলি করে চলেছেন শিক্ষা পর্ষদ। এবং বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায়ের দেবা নির্দেশ মতোই কাজ করছেন তারা।
তবে ইতিমধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে দুর্নীতি মামলার সমস্ত সুনানি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যার জন্য অনেকেই মনে করছে এটি একটি বড় চক্রান্ত। তবে যাই হোক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজে প্রচুর খুশি চাকরি প্রার্থীরা।
আরও পড়ুন – WBSETCL Recruitment – রাজ্যের বিদ্যুৎ দপ্তরে (WBSETCL) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে