বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে তাদের আধার কার্ড তাদের একটি সবথেকে গুরুত্বপূর্ণ নথি। মোবাইলের নতুন সিমের কানেকশন নেওয়া থেকে ব্যাংকের একাউন্ট খোলা সমস্ত কিছুতেই প্রয়োজন এই আধার কার্ড। আপনারা নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন আপনার আধার কার্ডে একটি কিউআর কোড রয়েছে। অনেকের মনেই প্রশ্ন থাকে এই কিউআর কোড এর কাজ কি? আধার কার্ডে কেনইবা দেওয়া হয় এই কিউ আর কোড! আপনার মনেও যদি এই সমস্ত প্রশ্ন থেকে থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই।
আমাদের আধার কার্ডে মূলত আমাদের নাম বাড়ির এড্রেস ডেট অফ বার্থ ছবি প্রভৃতি ডিটেইলস দেওয়া থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডে থাক একটি কিউআর কোড। এই কিউ আর কোডটি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। এই কিউ আর কোডের মধ্যেই থাকে আপনার বহু মূল্যবান তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ এবং ছবি যা আপনার আধার কার্ডে উপস্থিত রয়েছে।
আরও পড়ুন – Aadhaar Ration Link – সরকারের নতুন নির্দেশ না মানলে, বন্ধ হবে আপনার রেশন কার্ড।
এছাড়াও এই কিউআর কোড এ রয়েছে আপনার লিংক করা মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস যেটি আধার কার্ডের মধ্যে লেখা নেই। এগুলি কিন্তু আপনার আধার কার্ডের খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনার আধার কার্ড ভেরিফাই করতে এগুলি কাজে লাগে।
এই কিউআর কোড স্ক্যান করে তথ্য গুলি দেখার জন্য আপনাকে প্লে স্টোর থেকে আধার QR অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবার এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই আপনি এই কিউআর কোড স্ক্যান করে সমস্ত ডাটা দেখতে পারবেন। এগুলি খুবই গুরুত্বপূর্ণ ঢাকা যেগুলি আপনার আধার কার্ড ভেরিফিকেশনের কাজে ব্যবহার করা হয়।
এছাড়াও আপনি যদি এখনো পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন খুব শীঘ্রই এই কাজটি করে নিন। কারণ এই কাজটি না করলে খুব শীঘ্রই আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া আপনি যদি আধার কার্ডের আপডেট এখনো অব্দি না করিয়ে থাকে তাহলে যত শিগগিরই সম্ভব ফ্রিতে আধার ওয়েবসাইটের মাধ্যমে আপনার আধার কার্ড আপডেট করিয়ে নিন। এরপর এই কাজটি করার জন্য আপনাকে আধার কেন্দ্রে গিয়ে লম্বা লাইন এবং তার সঙ্গে ৫০ টাকা ও দিতে হতে পারে।
আরও পড়ুন – কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ৩৬০০ টাকা পাবেন, বিস্তারিত জেনে নিন।