SBI YONO NEW APP – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) হল দেশের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত একটি ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তন করে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এসবিআই অনলাইনে পরিষেবা চালু করেছেন। এতে বাড়ি বা যেখান থেকে ইচ্ছা ব্যাঙ্কিং ব্যবস্থার সুবিধা নিতে পারেন গ্রাহকরা। এরফলে ব্যাঙ্কে যাওয়ার ঝামেলা অনেকটাই কমেছে। গ্রাহকদের অযথা ব্যাঙ্কে গিয়ে সময় নষ্ট করতে হয় না।
State Bank of India তার গ্রাহকদের সব সমস্যা সমাধানের জন্যই YONO App লঞ্চ করেছে (SBI YONO NEW APP)। SBI এর এই অ্যাপের সাহায্যে আপনি ব্যাঙ্কিং সংক্রান্ত সব ধরনের কাজ করতে পারেন। আগে ব্যাংকের সব ধরনের কাজ করার জন্য ব্যাঙ্কে যেতে হত। কিন্তু এই YONO App এর মাধ্যমে আমরা খুব সহজেই যে কোন কাজ বাড়ি বসেই করে ফেলতে পারছি। এই YONO অ্যাপ SBI এর এমন একটি অ্যাপ (SBI YONO NEW APP) যেখানে ব্যাঙ্ক সম্পর্কিত প্রায় সব লেন-দেন ঘরে বসেই করতে পারেন। Cash Withdrawal থেকে Fund Transfer করা , Digital Account Open করার মতো আরও অনেক কাজ বাড়িতে বসেই করা সম্ভব। এই (SBI YONO NEW APP) অ্যাপের ফলে ব্যাঙ্কে গিয়ে আমাদের অযথা সময় নষ্ট করতে হচ্ছে না।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2017 সাল থেকে এই YONO অ্যাপের ব্যবহার শুরু করেছে। এই অ্যাপ আসার পরই ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বেড়েছ। ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে এখনও পর্যন্ত কোটি কোটি মানুষ SBI-এর YONO অ্যাপ (SBI YONO NEW APP) ব্যবহার করছেন। বর্তমানে স্টেট ব্যাঙ্কের এই অ্যাপের ছয় কোটিরও বেশি রেজিস্টার করা ব্যবহারকারী রয়েছে। এসবিআই জানিয়েছে ৭৮ লক্ষেরও বেশি মানুষ YONO অ্যাপের মাধ্যমে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলেছে।
আরও পড়ুন – Ration Aadhaar link – ফের বাড়ল রেশন আধার লিঙ্ক সময়সীমা, দেখুন শেষ তারিখ
SBI এর Yono-র মাধ্যমে বিল পেমেন্ট থেকে শুরু করে, অনলাইন কেনাকাটা সবই সম্ভব। এবার SBI তাদের YONO অ্যাপে কিছু পরিবর্তন করেছে। এই পরিবর্তনের জেরে গ্রাহকরা YONO থেকে সরাসরি অর্থ প্রদান করতে সক্ষম হবেন। ব্যাঙ্কের YONO অ্যাপ থেকেই UPI পেমেন্ট করা যাবে। সেই সঙ্গে SBI এই YONO অ্যাপে অনেক ফিচার যোগ করেছে। YONO-এর UPI মোডে স্ক্যান এবং পে এবং কন্টাক্টকে পে-এর মতো অনেকগুলি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক এখন কোনও থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে না গিয়ে এক জায়গা থেকে টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। এই YONO অ্যাপে (SBI YONO NEW APP) নতুন ফিচার যোগ করার ফলে এই অ্যাপের মাধ্যমে লেনদেন করা আরও সহজ হয়েছে।
SBI YONO NEW APP থেকে কোন কোন কাজ করা সম্ভব?
Yono অ্যাপের সাহায্যে SBI গ্রাহকরা সমস্ত রকম ব্যাঙ্কিং লেনদেন করতে পারেন। ব্যাঙ্কিং লেনদেন ছাড়াও সিনেমার টিকিট বুক করা থেকে শুরু করে কেনাকাটা করা, খাবার ও পানীয়ের বিল সহ অন্যান্য অর্থ প্রদান করতে পারবেন।
এছাড়াও SBI তার গ্রাহকদের জন্য কার্ড ছাড়াই টাকা তোলার ব্যবস্থা চালু করেছে। অর্থাৎ ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ তোলার সুবিধা চালু করেছে। এই সুবিধার ফলে গ্রাহকরা যে কোনও এটিএম থেকে কার্ড বিহীন নগদ তুলতে পারবেন। গ্রাহকরা ব্যাঙ্কের UPI QR ক্যাশ ফিচার ব্যবহার করতে পারবেন। কার্ডবিহীন নগদ তোলার ফলে কার্ড হারানোর ভয় থাকবে না বা কার্ডের অপব্যবহারের ঝুঁকিও থাকবে না। কার্ডবিহীন নগদ তোলার ফলে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন – Jyoti Prakash Scholarship – জ্যোতি প্রকাশ স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যাবেন ২৪ হাজার টাকা।