Bank Holiday March 2024: ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক মার্চ মাসে। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক মার্চ মাসে? জেনেনিন তালিকা

Bank Holiday List: ব্যাংক সাধারণ মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ, মানুষ তাঁর ভবিষ্যতের জন্য যা কিছু জমা পুঁজি রাখে তার কিছু অংশ হলেও ব্যাংক নির্ভরশীল। প্রতিদিন প্রচুর মানুষ ব্যাংকে যান, তাই যাতে হয়রানির শিকার না হতে হয় তার জন্য এক ঝলকে দেখে নেয়া যাক আগামী মার্চ মাসে ব্যাংক ক’দিন বন্ধ থাকবে। সেই মত করে গ্রাহকেরা নিজেদের কাজকর্ম সারতে পারবেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁর সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে প্রতিমাসে আগাম ব্যাংকের ছুটির তালিকা (Bank Holiday List) প্রকাশ করে থাকে। চলুন দেখে নিই আগামী মার্চ মাসে কোন কোন দিন ব্যাংকের সার্ভিস থেকে বঞ্চিত হবেন সাধারণ গ্রাহকরা।

আরও পড়ুন – Snehaloy Housing Scheme – আবাস যোজনার কথা ভুলে যান, এই প্রকল্পে আবেদন করলেই ১ লাখ ২০ হাজার টাকা পেয়ে যাবেন বাড়ি করার জন্য।

মার্চ মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ জানুন (Bank Holiday List)

১) মাসের প্রথম দিন অর্থাৎ ১লা মার্চ বন্ধ থাকতে চলেছে ব্যাংক। ১লা মার্চ শুক্রবার মিজোরামে চাপচার কুট উৎসব উপলক্ষে মিজোরামের ব্যাংক গুলি বন্ধ থাকবে।
২) ৩রা মার্চ রবিবার সমস্ত ব্যাংক বন্ধ থাকবে কারণ রবিবার সাধারণ ছুটির দিন।
৩) আগামী ৮ই মার্চ মহা শিবরাত্রি, এই দিন উপলক্ষে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
৪) RBI-এর নিয়ম অনুযায়ী মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। ৯ই মার্চ দ্বিতীয় শনিবার হওয়ায় দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

৫) ১০ই মার্চ রবিবার হওয়ায় নিঃসন্দেহে সেটি ছুটির দিন, তাই এদিনও ব্যাংক বন্ধ অর্থাৎ ব্যাংক কর্মীদের বেশ ছুটির লম্বা তালিকা তৈরি এই মার্চ মাসে।
৬) ১৭ ই মার্চ রবিবার স্বাভাবিকভাবে তাই দেশের সমস্ত ব্যাংক বন্ধই থাকবে।
৭) ২২ শে মার্চ শুক্রবার বিহারের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে কারণ এদিন বিহারে উদযাপন করা হয় বিহার দিবস।
৮) নিয়ম অনুযায়ী চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে তাই আগামী ২৩ শে মার্চ শনিবার দেশের সমস্ত ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।

৯) ২৪ শে মার্চ রবিবার হওয়ায় এটি একটি সাধারণ ছুটির দিন তাই এদিনও গ্রাহকরা ব্যাংক পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন।
১০) ২৫ শে মার্চ সোমবার দোলযাত্রা এবং হোলি উপলক্ষে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
১১) বিহারে ২৭ শে মার্চ বুধবার হোলি উপলক্ষে সেখানকার সমস্ত ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। এ দিন ব্যাংক কর্মীরা ছুটি উদযাপন করবেন।
১২) ২৯ শে মার্চ শুক্রবার উদযাপন করা হবে গুড ফ্রাইডে, তাই এদিন ভারতের সমস্ত ব্যাংক ছুটি থাকবে।
১৩) ৩১শে মার্চ রবিবার হওয়ায় এটি একটি সাধারণ ছুটির দিন তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

হিসাব করে দেখতে গেলে, গোটা মার্চ মাসে এক দীর্ঘ লম্বা ছুটির তালিকা রয়েছে ব্যাংক কর্মীদের জন্য, যা অত্যন্ত খুশির খবর তাদের কাছে। তবে গ্রাহকদের জন্য অত্যন্ত সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আজই নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি নিজে নিকটবর্তী শাখায় গিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

আরও পড়ুন – LIC Policy – এই পলিসিতে দৈনিক ২৫২ টাকা রাখলে ৫৪ লক্ষ টাকা রিটার্ন পাবেন! আরও বিস্তারিত জেনে নিন।

Join Join