Aadhaar Shila Policy -এর এই প্ল্যানে বিনিয়োগ করলে মোটা টাকা পাবেন! এই প্ল্যান কি, কত বিনিয়োগ করবেন জানুন।

Aadhaar Shila Policy – বিনিয়োগ ছাড়া ভবিষ্যৎ সুনিশ্চিত করা সম্ভব নয়। অবসরের পর স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য সকলেই বিনিয়োগ করেন। আর বিনিয়োগের কথা আসলে সবার প্রথমে LIC কথা মাথায় আসে। ভারতীয় জীবন বিমা নিগম বা LIC -এর বহু বিনিয়োগ প্ল্যান রয়েছে। অধিকাংশ মানুষ বিনিয়োগের জন্য এলআইসির উপরেই ভরসা করেন। কারন এলআইসির প্ল্যান সেভিংস ও সুরক্ষা দুটির ক্ষেত্রেই অনবদ্য।

LIC শুধু বিনিয়োগ করা অর্থের নিরাপত্তাই নয়, LIC তার স্কিমগুলির ক্ষেত্রে নিরাপত্তা কভারেজও প্রদান করে।বিনিয়োগ করার জন্য সবথেকে বেশি ভরসাযোগ্য কোম্পানিগুলির মধ্যে একটি হল এলআইসি। LIC-র বিভিন্ন প্ল্যান রয়েছে, তবে মহিলাদের কথা মাথায় রেখে এলআইসি একটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে।এলআইস্যার এই প্ল্যানের উদ্দেশ্যে একটাই নিজের ও পরিবারের ভবিষ্যতকে সুরক্ষিত করা। এই বিশেষ স্কিমের নাম হলো (Aadhaar Shila Policy) ‘আধার শিলা পলিসি’।

এই প্রকল্পের অধীনে মহিলারা বীমা সুরক্ষা থেকে শুরু করে সঞ্চয়ের সুবিধা সব কিছুই পাবেন। এই স্কিমে খুব সামান্য বিনিয়োগের মাধ্যমেই মোটা টাকা রিটার্ন হিসাবে পাওয়ার সুযোগ থাকে। কিন্তু এখনও অনেক মহিলাই এই স্কিমের বিষয়ে জানেন না। যারা জানেন না তাঁরা এলআইসি-র এই আধার শিলা স্কিমে বিনিয়োগ করে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। এলআইসির এই স্কিম সমন্ধে বিস্তারিত জেনে নিন।

আরও পড়ুন – Rashifal – লক্ষ্মী নারায়ণ সংযোগের ফলে কোন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে জানুন।

আধার শিলা পলিসি (Aadhaar Shila Policy) কারা করতে পারবেন?

১) এই প্রকল্পটি মূলত ৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের জন্য চালু করা হয়েছে।
২) এলআইসি Aadhaar Shila Policy বিনিয়োগ করতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আধার কার্ড না থাকলে এলআইসি-র আধার শিলা পলিসি বিনিয়োগ করা যাবে না।

Aadhaar Shila Policy -এর মেয়াদ?

এই পরিকল্পনার মেয়াদ ১০ থেকে ২০ বছরের মধ্যে এবং এলআইসি এই প্লানের পরিপক্কতার বয়স সর্বাধিক ৭০ বছর।

আধার শিলা প্রকল্পে কত বিনিয়োগ করে কত রিটার্ন পাবেন?

এলআইসির এই Aadhaar Shila Policy -তে নূন্যতম ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। দৈনিক ৮৭ টাকা করে জমা করলে এককালীন ১১ লক্ষ টাকা পাওয়া যাবে। এক বছরে ৩১,৭৫৫ টাকা করে জমা করলে দশ বছরে ৩,১৭,৫৫০ টাকা জমা করতে পারবেন। এই প্রকল্পের পরিপক্কতার সময়কাল ৭০ বছর। আর এই প্রকল্পের ম্যাচিউরিটির সময় ১১ লক্ষ টাকা পেয়ে যাবেন।

এলআইসির এই Aadhaar Shila Policy স্কিমটি পলিসি ধারকের পরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদান করে। পলিসি ধারক দীর্ঘ সময় ধরে সম্পদ সঞ্চয় করেছেন, কিন্তু পলিসির মেয়াদ শেষ হওয়ার আগেই যদি মারা যান তাহলে নমিনির কাছে পলসির টাকা দেওয়া হবে।

আরও পড়ুন – Municipal Recruitment – উচ্চমাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন করুন এই ঠিকানায়! বিস্তারিত জেনে নিন

Join Join