PNB Bank Account – রিজার্ভ ব্যাঙ্ক আগেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছিলেন সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা প্রয়োজন। RBI-এর নির্দেশিকা অনুসারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। PNB বলেছে যে সব গ্রাহক এখনও নিজেদের PNB Bank Account KYC আপডেট করেননি তাদের অবশ্যই ৩১ অগাস্ট ২০২৩ এর মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। অন্যথায় তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
কেওয়াইসি বা KYC করলে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) সক্রিয় থাকবে এবং তারা সহজেই টাকা স্থানান্তর, বিল পরিশোধের মতো অনেক কাজ করতে সক্ষম হবেন। আর কেওয়াইসি না করলে অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে এবং কোনও লেনদেন করতে পারবেন না।অর্থাৎ যে কোনও রকমের লেনদেনের কেওয়াইসি বাধ্যতামূলক।
গত কয়েক মাস ধরেই PNB ব্যাঙ্ক কেওয়াইসি করার জন্য গ্রাহকদের সতর্ক করেছেন।এমনকি PNB ব্যাঙ্ক গ্রাহকদের দুটি নোটিশও পাঠিয়েছে।যাঁরা এখনও কেওয়াইসি করেননি, ব্যাঙ্ক গ্রাহকদের তাঁদের রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠিয়ে কেওয়াইসি করে নিতে বলেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে কেওয়াইসি আপডেট করানো অত্যন্ত জরুরি।
PNB Bank Account KYC আপডেট করবেন কিভাবে?
গ্রাহকরা নিজেদের রেজিস্টার করা ইমেল আইডির মাধ্যমে তথ্য দিয়ে KYC আপডেট করতে পারেন। এক্ষেত্রে PNB ব্যাঙ্কের KYC ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তবে KYC বিবরণে কোনও পরিবর্তন না হলেই গ্রাহকরা এই কাজটি করতে পারবেন। আর যদি তথ্যে কোনও পরিবর্তন হয়, তাহলে গ্রাহককে নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যেতে হবে। সেখানে গিয়ে ফর্ম এবং ডকুমেন্ট জমা দিতে হবে।
KYC আপডেট আছে কিনা জানবেন কিভাবে?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বা PNB Bank Account কেওয়াইসি করা আছে কিনা তা জানতে গ্রাহকরা কাস্টমার কেয়ারে কল করে জানতে পারেন। ব্যাঙ্কের তরফে দুটি টোল ফ্রি কাস্টমার কেয়ার নম্বর দেওয়া হয়েছে। গ্রাহকরা কাস্টমার কেয়ার নম্বর 18001802222 বা 18001032222 নম্বরে কল করে KYC সমন্ধে তথ্য পেতে পারেন।
আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করেছেন কি? যদি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না করিয়ে থাকেন, তাহলে আর দেরি করবেন না শীঘ্রই এই কাজটি সম্পন্ন করে নিন। KYC আপডেট না করলে ৩১ আগস্টের পর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (PNB Bank Account) ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন – Municipality Recruitment – মাধ্যমিক পাশে যোগ্যতায় পৌরসভায় প্রচুর কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন।