PAN Card – প্যান কার্ডের ক্ষেত্রে এই ভুল করলে মোটা টাকা জরিমানা, ফ্রিজ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

PAN Card – প্যান কার্ড আয়কর বিভাগ দ্বারা জারি করা একটি পরিচয় প্রমাণপত্র।প্যান কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি যার সাহায্যে আয়কর কোনও ব্যক্তি বা সংস্থার প্রয়োজনীয় সমস্ত আর্থিক লেনদেন ট্র্যাক করতে পারে। ব্যাঙ্ক থেকে শুরু করে যে কোনও সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্যান কার্ড (PAN Card) অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে প্রমাণপত্র হিসেবেও প্যান কার্ড ব্যবহার করেন। আমাদের রোজকার জীবনে প্যান কার্ড (Pan Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যা ছাড়া কোন কাজ করা প্রায় অসম্ভব বললেই চলে।

মোট কথা প্যান কার্ড (PAN Card) প্রায় প্রতিটি কাজের জন্যই আবশ্যক। তবে প্যান কার্ড যেমন প্রয়োজনীয় তেমনি এই কার্ড হারিয়ে গেলেও ক্ষতির সম্ভাবনা থাকে। যেহেতু আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়, তাই এটি হারিয়ে গেলে স্বাভাবিকভাবেই ক্ষতি হওয়ার কথাই। এছাড়াও অনেক সময় প্যান কার্ড ব্যবহারকারীরা একটি ভুল করে ফেলেন। প্যানে এই ভুলের কারনে মোটা টাকা জরিমানার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজও হয়ে যেতে পারে।

আরও পড়ুন – Duare Sarkar Camp – আরও ২ টি নতুন প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার ক‍্যাম্পে, কবে থেকে শুরু জানুন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হবে কেন?

সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির শুধুমাত্র একটি প্যান কার্ড (PAN Card) থাকতে পারে। যদি কোন ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকে তবে তাকে জরিমানা দিতে হবে। আয়কর বিভাগ আইন ১৯৬১-র ২৭২ বি ধারা অনুযায়ী সেই ব্যক্তির প্যান কার্ড বাতিল করা হবে এবং শাস্তি হিসাবে জরিমানাও আরোপ করা হবে। এছাড়াও সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে।

PAN Card -এর এই ভুলের জন্য কত টাকা জরিমানা দিতে হতে পারে?

যদি কোনও ব্যক্তির দুটি প্যান কার্ড থাকে, তবে আয়কর বিভাগ তাকে ১০,০০০ টাকা জরিমানা করতে পারে। তবে এই সমস্যা থেকে বাঁচার উপায় রয়েছে। এক ব্যক্তির দুটি প্যান থাকলে দ্বিতীয় প্যানটি আয়কর বিভাগে জমা দেওয়ার সুযোগ রয়েছে। আপনার যদি দুটি প্যান কার্ড থাকে, তবে অবিলম্বে তার মধ্যে একটি আয়কর বিভাগে জমা দিয়ে এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন।

অতিরিক্ত প্যান কার্ডটি ফেরত করবেন কীভাবে?

  • ১) এর জন্য প্রথমে incometaxindia.gov.in-এর আইটি বিভাগের ওয়েব সাইটে যেতে হবে।
  • ২) এরপর নতুন প্যান কার্ড/পরিবর্তনের জন্য অনুরোধ বা প্যান ডেটা সংশোধন-এ ক্লিক করতে হবে।
  • ৩) সেখানে ক্লিক করার পরে একটি ফর্ম পাওয়া যাবে সেটা ডাউনলোড করে ফর্মটি ফিলাপ করতে হবে
  • ৪) এরপর ফিলাপ করা ফর্মটি যে কোনও ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল) অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন – Post office Job – শুধুমাত্র ইন্টারভিউ এর মাধমে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

Join Join