PM Kisan Instalment – যারা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন, সরকারি প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না, তাদের জন্য সুখবর রয়েছে। এবার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সরকারের এই প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। আর চিন্তা নেই, দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের (PM Kisan Samman Nidhi Yojana) অধীনে ১৪ তম কিস্তির টাকা কৃষকরা পাওয়ার অপেক্ষায় ছিলেন।
দেশ জুড়ে সমস্ত কৃষকই ১৪তম কিস্তির টাকা কবে ঢুকবে, সেই অপেক্ষায় দিন গুণছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ জুলাই রাজস্থানের সিক্রিতে একটি অনুষ্ঠানে ১৭ হাজার কোটি টাকা দেশ জুড়ে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের (PM Kisan Installment) নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প।
এই প্রকল্পের অধীনে দেশজুড়ে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রতি ৩ মাস অন্তর কৃষকদের ২০০০ টাকা করে দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত ১৩ তম কিস্তির টাকা পেয়েছিলেন দেশের কৃষকেরা। কিন্তু ১৪ তম কিস্তির টাকা দীর্ঘদিন ধরেই আটকেছিল। দেশের যে কৃষকেরা জমিতে ফসল উৎপাদন করে থাকেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে PM Kisan Nidhi প্রকল্পের টাকা ঢুকবে, সেই অপেক্ষায় ছিলেন তারা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন।
এরপরেও যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে (PM Kisan Instalment) টাকা না ঢুকে থাকে, তাহলে তিনি কি করবেন ?
প্রথমেই সুবিধাভোগী কৃষককে পিএম কিষাণ (PM Kisan Instalment) যোজনার নির্দিষ্ট তালিকায় নাম রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ, আধার কার্ডের নম্বর, যে সমস্ত তথ্য দিয়ে যোজনার নথি পূরণ করেছেন, তা সঠিক রয়েছে কিনা দেখতে হবে। কোথাও ভুল থাকলেও পিএম কিষাণ যোজনার টাকা আটকে যেতে পারে।
যদি এই (PM Kisan Instalment) সংক্রান্ত সাহায্যের প্রয়োজন হয়, তাহলে হেল্পলাইন নম্বর- 155261 অথবা Toll Free No. 1800115525 এই নম্বরে ফোন করে দেখতে পারেন। এছাড়াও এই মেইল আইডিতে মেইল করতে পারেন। pmkisan-ict@gov.in ফোন করতে পারেন এই নম্বরেও– 011-23381092 পিএম কিষাণ যোজনার সুবিধা সঠিকভাবে পাওয়ার জন্য কৃষকদের এই প্রকল্পে আবেদন করার সময় এই নিয়মগুলো মানতে হবে।
ব্যাংক অ্যাকাউন্টের (PM Kisan Instalment) সঙ্গে আধারের লিংক (Aadhaar-Bank Account Link) করতে হবে। E-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা হলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই প্রক্রিয়া ই- কেওয়াইসি সমেত করা থাকলে ১৪ তম কিস্তির টাকা পাবেন।