Post Office Investment – পোষ্ট অফিসের এই 3 টি নতুন স্কিম, মিলবে অল্প সময়ে বেশি পরিমাণে রিটার্ন।

Post Office Investment – কষ্ট করে উপার্জন করা টাকা সঞ্চয় করতেই হবে। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই ব্যাঙ্ক, পোস্ট অফিস বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন মানুষ। কিন্তু বিনিয়োগ বলতে বোঝা যায়, যত পরিমান টাকা বিনিয়োগ করবেন, তার রিটার্নও ততটা ভালো পাওয়া যাবে।

তার অর্থ, বিনিয়োগের পরিমাণের ওপরেই মেয়াদপূর্তির পরে রিটার্ন নির্ভর করে। তবে এক্ষেত্রে Bank বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের (Financial Organization) তুলনায় পোস্ট অফিস (Post Office) সামান্য কিছুটা হলেও সুদ বেশি দিয়ে থাকে। আর যেহেতু কেন্দ্রীয় সরকার সরাসরি পোস্ট অফিসের স্কিমগুলি পরিচালনা করে তাই সেখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত।

একটা নির্দিষ্ট মেয়াদের জন্য পোস্ট অফিসের বেশ কিছু (Post Office Investment) সঞ্চয় প্রকল্প আছে, যেখানে টাকা জমা দিতে পারেন। সময়সীমা পার হয়ে যাওয়ার পরে সেই স্কিমগুলি থেকে যথেষ্ট পরিমাণে রিটার্ন পাওয়া যাবে। এরকম প্রকল্পগুলির মধ্যে কোন কোন স্কিম রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক –

আরও পড়ুন – PAN Card – প্যান কার্ডের ক্ষেত্রে এই ভুল করলে মোটা টাকা জরিমানা, ফ্রিজ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

পোষ্ট অফিসের (Post Office Investment) এই স্কিমে সম্পর্কে জানুন।

১) পোস্ট অফিস টাইম ডিপোজিট (Post Office Time Deposit Scheme) ডাকঘরের এই বিনিয়োগ প্রকল্পে ১,২ এবং ৩ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে ৫.৫% সুদ পাওয়া যাবে। আবার যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে 6.7% হারে সুদ পাবেন। মিনিমাম ১ হাজার টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। এই বিনিয়োগ প্রকল্পে 80C ধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে।

২) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) পোস্ট অফিসের এই স্কিমে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে হয়। ন্যূনতম সময়সীমা ৫ বছর। এই ৫ (Post Office Investment) বছর পুরোটাই লক ইন পিরিয়ড (Lock-in-Period) বর্তমানে NSC- তে পোস্ট অফিস 7.7% সুদ দিয়ে থাকে। মিনিমাম ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি ৫ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭ লক্ষ ২৪ হাজার ৫১৭ টাকা মেয়াদ পূর্তির পরে রিটার্ন পাবেন। এই স্কিমের ক্ষেত্রেও ট্যাক্সের সুবিধা পাবেন।

৩) পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit) এই স্কিমের ন্যূনতম মেয়াদ ৫ বছর। পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে বর্তমানে ৫.৮% হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে বিনিয়োগ করলে অন্ততপক্ষে ৫ বছর ধরে নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে। মেয়াদ পূর্তির পরে ভালো পরিমানে রিটার্ন পাবেন। মিনিমাম ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এই প্রকল্পে বিনিয়োগের কোনো উর্ধ্বসীমা নেই।

আরও পড়ুন – UIDAI Aadhaar – নয়া সার্কুলার কেন্দ্রের, আধার কার্ডের এই কাজটি এক্ষুনি করতে হবে।

Join Join