RBI টাকা তোলার সীমা বেঁধে দিল এই ব্যাংকে।

RBI – বর্তমানে দেশের অধিকাংশ মানুষ নিজেদের টাকা সেভিংস একাউন্টে জমিয়ে রাখেন। এর আগে সাধারণ মানুষের ঘরে টাকা জমানোর প্রবণতা থাকলেও বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে বেশিরভাগ মানুষ সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পছন্দ করেন। এর প্রত্যক্ষ কারণ অ্যাকাউন্টে টাকা রাখলে সুদ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া সুবিধার কারণে খুব সহজেই সেই টাকা শুধুমাত্র ফোনের মাধ্যমে খরচা করা যায়।

কিন্তু সাবধান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) একটি ব্যাংকের ওপর নিয়ম ভাঙ্গার জন্য বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে। যার মধ্যে অন্যতম হলো এখন আর কেউ চাইলেই সেই ব্যাঙ্ক থেকে ইচ্ছামত টাকা তুলতে পারবেন না টাকা তোলার একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে আরবিআই (RBI) তরফে।

আরও পড়ুন- UPI Payment Pay Later – UPI-এর নতুন সুবিধা, টাকা না থাকলেও হবে পেমেন্ট, কীভাবে বিস্তারিত জানুন।

কত টাকা তুলতে পারবেন আরবিআই (RBI) -এর নিয়মে।

আমেদাবাদের কালার মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের (Colour Merchants Co-Op Bank Ltd) বিরুদ্ধে এই নতুন নিয়ম জারি করেছে আরবিআই। একজন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ৫০ হাজার টাকা তুলতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) এই বিধিনিষেধ ওই ব্যাংকের উপর জারি হয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে। আগামী ৬ মাস এই বিধিনিষেধ বলবৎ থাকবে। এছাড়াও আরও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

তাছাড়াও এই ব্যাংক পূর্ব অনুমতি ছাড়া কাউকে ঋণ দিতে পারবেন না। কারোর পুরনো ঋণ রিনিউ করতে পারবে না অথবা কোনো ধরনের লোন সংক্রান্ত কাজ করতে পারবে না। আপাতত ছয় মাস এই নিয়মেই চলবে ব্যাংকটি ৬ মাস পরে সমস্ত কিছু দেখে RBI আবার নতুন সিদ্ধান্ত জানাবে এই ব্যাংকের জন্য।

আরও পড়ুন – LIC Policy – বন্ধ হওয়া LIC-র পলিসি নিয়ে দারুণ সুযোগ দিচ্ছে LIC, কি সুযোগ পাবেন জানুন।

Join Join