LIC Policy -সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। যা সকলের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সাহায্য করে। উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমাজের সব শ্রেণির মানুষই ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখেন।আর সঞ্চয়ের ক্ষেত্রে সকলেই সুরক্ষিত বিনিয়োগের খোঁজ করেন। এক্ষেত্রে বিনিয়োগের জন্য সকলের একমাত্র ভরসা এলআইসি। তাই বিনিয়োগের ক্ষেত্রে সকল ভারতীয়দের মনে প্রথমেই এলআইসির নাম আসে।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) হল দেশের বৃহত্তম এবং সবচেয়ে পরিচিত বিমা কোম্পানি। ভারত সরকারের মালিকানাধীন এলআইসি দেশের প্রতিটি শ্রেণীর (LIC Policy) লোকের জন্য বিভিন্ন পলিসি অফার করে। এলআইসির পলিসিগুলির মাধ্যমে সকলেই নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে পারেন। এলআইসির এমনই একটি পলিসি হল জীবন লাভ পলসি। যা পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভাল রিটার্নও প্রদান করে।
এলআইসির জীবন লাভ প্ল্যানে বিমার মেয়াদ শেষে বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ রিটার্ন পাওয়া সম্ভব। তেমনই কর ছাড়ও পাওয়া যায়। সর্বাধিক (LIC Policy) রিটার্ন পাওয়ার জন্য ও সুরক্ষিত বিমা প্রকল্প এলআইসির জীবন লাভ প্ল্যান অন্যতম সেরা একটি বিকল্প। এলআইসির জীবন লাভ পলিসিতে কি কি সুবিধা পাওয়া যায় জেনে নিন।
আরও পড়ুন – NPS Scheme – দারুন সুখবর পেনশন ভোগীদের জন্য, বিস্তারিত জানুন।
LIC Policy জীবন লাভ পলিসির সুবিধা?
- ১) বিমার (LIC Policy) মেয়াদ চলাকালীন যদি বিমাকারীর মৃত্যু হয়, তবে বেসিক সাম অ্যামাউন্ট বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ রিটার্ন পাওয়া যাবে।
- ২) বিমার মেয়াদ পূরণ হয়ে গেলে বেসিক সাম বা জমা রাখা মূলধনের পাশাপাশি অতিরিক্ত বোনাসও পাওয়া যাবে।
- ৩) এই বিমায় প্রতি অর্থবর্ষে দেড় লক্ষ টাকা অবধি করছাড় পাওয়া যাবে।
- ৪) এছাড়াও যদি কোনও গ্রাহক দুই বছর প্রিমিয়াম দেন, তবে তিনি ঋণের সুবিধাও পাবেন।
LIC জীবন লাভ পলিসিতে বিনিয়োগের বয়স?
এই বিমা করানোর ক্ষেত্রে ন্যূনতম বয়স ৮ বছর। আর বিমা ম্যাচুয়িটির সর্বাধিক বয়স ৭৫ বছর। তাছাড়া এই জীবন বিমা পলিসিতে তিন ধরনের মেয়াদে পলিসি করানো যায়। এগুলি হল- ১৬ বছর, ২১ বছর ও ২৫ বছর। এছাড়াও প্রিমিয়াম দেওয়ায় মেয়াদও তিন ধরনের- ১০ বছর, ১৫ বছর ও ১৬ বছর।
এই LIC Policy -তে কত করে জমালে কত টাকা পাবেন?
এলআইসির এই বিমায় যদি আপনি ৫৪ লক্ষ টাকা রিটার্ন পাওয়ার জন্য আপনাকে প্রতি মাসে মাত্র ৭৫৭২ টাকা করে জমা রাখতে হবে। মাত্র প্রতি মাসে ৭৫৭২ টাকা করে জমা করলে এককালীন ৫৪ লক্ষ টাকা পেয়ে যাবেন।
আরও পড়ুন – RBI টাকা তোলার সীমা বেঁধে দিল এই ব্যাংকে।