জেনে নিন পিএম কৃষি যোজনার খুঁটিনাটি পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোযণার (Pradhan Mantri kisan Samman Nidhi Yojana) ১৪তম কিস্তির জন্য অপেক্ষা করছেন দেশের কৃষকরা। বর্তমনে এই প্রকল্পের আওতায় মাসে ২০০০ টাকা করে পান কৃষকরা।এপ্রিল থেকে জুলাই মাসের কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে, এখনও অনেক কৃষক আছেন, যাঁরা পিএম কিষাণের টাকা পান না। আসলে তাঁরা এই আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদনই করেননি। সেই সমস্ত কৃষকরা নিম্নলিখিত পদ্ধতিতে পিএম-কিষাণের পরবর্তী কিস্তির জন্য আবেদন করতে পারেন।
এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে অনুদান পান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এটি চালু করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ১৩তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এর ফলে সরকারি কোষাগার থেকে খরচা হয়েছে মোট ১৬ হাজার ৮০০ কোটি টাকা।
এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি:
- সর্বপ্রথমে www.pmkisan.gov.in ওয়েবসাইটেত গিয়ে Farmers Corner অপশন এ যান।
- এরপর Beneficiary Status’- অপশনে ক্লিক করে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড ঠিকঠাক ভাবে ফিল করুন।
- এরপর আপনার থেকে বেশ কিছু প্রয়োজনীয় বিবরণ চাওয়া হবে। সেগুলি ঠিকমতো দিন এবং ইয়েস বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে।
- ফর্মটিতে ভালো করে খুঁটিয়ে পড়ুন এবং এখানে চাওয়া সমস্ত তথ্য সঠিকভাবে ফিলাপ করুন। এরপর সেটিকে সাবমিট করে প্রমাণ হিসাবে নিজের কাছে একটি প্রিন্ট আউট করে রেখে দিন।
- এছাড়াও আপনি পিএম কিষান অ্যাপটি ডাউনলোড করে এই কাজটি করতে পারেন।
- আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য pmkisan.gov.in যান এবং হোমপেজে ‘ফার্মার্স কর্নার’ বিভাগে ক্লিক করুন।
- এরপর বেনি ফিসারি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এবং আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস চেক করুন।
এই যোজনায় (Pradhan Mantri kisan Samman Nidhi Yojana) আবেদন করার জন্য কি কি নথিপত্র প্রয়োজন:
- আধার/ভোটার কার্ড।
- রেশন কার্ড
- আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বার
- পাসপোর্ট সাইজ ছবি।
- বাসিন্দা সার্টিফিকেট
- ব্যাংক একাউন্টের তথ্য
- জমির পর্চা বা প্রমাণ পত্র
এই প্রকল্পে আবেদনের (Pradhan Mantri kisan Samman Nidhi Yojana) জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
- কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের অধীনস্থ কোন কর্মচারী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
- পূর্ববর্তী বছরগুলিতে আয়কর প্রদান করে থাকলে আপনি প্রকল্পে আবেদনযোগ্য নন।
- ১০,০০০ টাকার অধিক পেনশন প্রাপকরা পিএম কিষাণের জন্য যোগ্য নন।
- দু হেক্টর এর বেশি পরিমাণ কৃষি জমির মালিক আপনি হলে আপনি প্রকল্পে আবেদনযোগ্য নন।
- সরকারি জমিতে কৃষিকাজ করলে অথবা লোকসভা/রাজ্যসভা/মন্ত্রীসভার সদস্য এমন পরিবারের লোকজন এই প্রকল্পে আবেদনযোগ্য নয়।
আরও পড়ুন – কৃষকদের খুশির খবর, কৃষকদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্প