বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতিবছরে 8০,০০০ টাকা পর্যন্ত। Vidyasaarathi Scholarship 2023.

Vidyasaarathi Scholarship – বিদ্যাসাগর স্কলারশিপ ভারতবর্ষের সমস্ত বেসরকারি স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম যা প্রদান করে Protean eGov Technologies Limited । Corporate Funded এই Scholarship এর মাধ্যমে আর্থিকভাবে দুর্বল এবং সামাজিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে যেসব ছাত্র-ছাত্রীরা বঞ্চিত তাদের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। এখনো পর্যন্ত 10 Lakh এর ও বেশী ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ পেয়েছে এবং নিজেদের ভবিষ্যৎ তৈরির উদ্দেশ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

পশ্চিমবঙ্গের যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করে হায়ার স্টাডিতে পড়তে চাই এবং Undergraduate/ BE, BTech, ITI, Diploma  ইত্যাদি Degree এর জন্য Admission নিয়েছে এই স্কলারশিপ প্রদান করা হয়।

এই স্কলারশিপ আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজনীয়?
১) যদি আন্ডারগ্রাজুয়েট o BE, BTech জন্য আবেদন করেন তবে আবেদনকারী কে লেখক রেকোকনাইস শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 50% মার্কস সহ HS পাস করতে হবে।
২) ITI অথবা ডিপ্লোমার জন্য আবেদনকারী কে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 35% মার্কস সহ Madhyamik পাস করতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি হলে চলবে না।

কিভাবে সিলেকশান করা হবে? উপরিউক্ত যোগ্যতা যাদের আছে তাদের Qualifications এর ভিত্তিতে একটি Merit List প্রস্তুত করা হবে এবং শর্ট লিষ্ট এর মাধ্যমে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে ।

বিদ্যাসারথি বৃত্তির জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন : –

  • আবাসিক শংসাপত্র
  • পরিচয় প্রমাণ
  • আধার কার্ড
  • ঠিকানা প্রমাণ
  • দশম, দ্বাদশ শ্রেণীর মার্কশিট
  • শিক্ষাগত শংসাপত্র
  • স্টুডেন্ট ব্যাংক পাসবুক
  • বরাদ্দপত্র
  • ভর্তি নিশ্চিতকরণ চিঠি
  • কলেজ ফি রসিদ
  • আয়ের শংসাপত্র
  • প্যান নম্বর
  • ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট

বিদ্যাসারথি বৃত্তির আবেদন প্রক্রিয়া

  • প্রথমে, বিদ্যাসারথি স্কলারশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইতে যান।
  • হোমপেজে, Apply for the Scholarship-এ ক্লিক করুন
  • আপনার ব্যক্তিগত তথ্য লিখুন।
  • ক্যাপচা কোড লিখুন।
  • সাবমিট এ ক্লিক করুন।
  • আপনি একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন।
  • এগুলির  মাধ্যমে লগ ইন করুন
  • বৃত্তির জন্য আবেদন করুন।

এই স্কলারশিপে বৃত্তির পরিমাণ কত?

  • পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়ে থাকে।
  • নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা পাবেন।
  • উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন ছাত্র-ছাত্রীদের ১৫ হাজার টাকা পাবেন
  • স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের ৩০ হাজার টাকা পাবেন
  • স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা ৪০ হাজার টাকা পাবেন।

এই স্কলারশিপে আবেদন প্রকিয়া?
https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/ -এ গিয়ে অ্যাপ্লাই নাও অপশন এ ক্লিক করে পরপর স্টেপ গুলি ফলো করুন এবং নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করে আপনার আবেদন প্রকিয়া।

আরও পড়ুন – কোটাক কন্যা স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতিবছরে ১,৫০,০০০ টাকা। Kotak Kanya Scholarship 2023.

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Join Join