এই গরমে দেখে নিন উত্তরবঙ্গের সেরা ১০ টি ভ্রমণ স্থান। Ten Traveling Places of North Bengal.

North Bengal – এই প্রচন্ড গরমে মন চায় একটু ঠান্ডা জায়গায় বেড়াতে যেতে। কিন্তু অফিস থেকে বেশি দিন ছুটি পাচ্ছেন না! তাহলে আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন উত্তর বঙ্গ (North Bengal) থেকে! এখানে আপনি খুব তাড়াতাড়ি ছোট ট্যুর করে চলে আসতে পারবেন এবং এখানকার পরিবেশ কলকাতার পরিবেশ থেকে অনেক ঠান্ডা। আজ আমরা জেনে নেব উত্তরবঙ্গের ভ্রমণের জন্য সেরা দশটি স্থান।

  • ১) দার্জিলিং: আপনি যদি পাহাড়ে ঘুরতে ভালবাসেন তাহলে দার্জিলিং আপনার জন্য সেরা একটি স্থান। এখানে আপনি পাহাড়ের পরিবেশের পাশাপাশি পাবেন চা বাগান, টয় ট্রেন এর মত প্রচুর সুন্দর অনুভবের জিনিস। অল্প ছুটিতে পাহাড়ে ঘুরতে যেতে চাইলে আপনি অবশ্যই দার্জিলিং থেকে বেরিয়ে আসতে পারেন।
  • ২) শিলিগুড়ি: উত্তরবঙ্গে (North Bengal) ঘুরতে যেতে চাইলে শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান। এটি উত্তরবঙ্গের মধ্যে একটি বড় শহর। আপনি চাইলেই এখানে ঘুরতে যেতে পারেন। এখানে আপনি বিভিন্ন বড় বড় বাজার বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রভৃতি অনেক কিছু পেয়ে যাবেন। তাছাড়া ভ্রমণের জন্য এখানে রয়েছে বহু স্থান।
  • ৩) তাকদা: পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান সব মিলিয়ে কিন্তু সেরা তাকদা। দর্জিলিং এলে এখানে অবশ্যই একরাত কাটান। নইলে শুধু এখানেও আসতে পারেন। এছাড়াও দেখা মিলবে অর্কিডের। একা একা হেঁটে যেতে পারবেন পাহাড়ি পথ ধরে। লেপচা ভাষায় তাকদা মানে কুয়াশা। আর তাই কুয়াশার দেখা তো পাবেনই। এখানে এখনও বেশ কিছু ব্রিটিশ আমলের বাংলো রয়েছে।

আরও পড়ুন – মহার্ঘ্য ভাতা বা DA আসলে কি ? সরকারী কর্মচারীদের বেতন হিসেব করবেন কিভাবে?

  • ৪) লেপচাজগত: শহরের চেনা কংক্রিটের ঘেরাটোপ থেকে দূরে জঙ্গলে মোড়া এক আলাদা জগত এই লেপচাজগত। দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিতি জঙ্গল ঘেরা এই জায়গা। জঙ্গলের আনাচেকানাচে এখানে ‘মেঘপিওনের’ ঘোরাঘুরি! এইজায়গা লেপচা উপজাতির মানুষদের বাস। বর্তমানে এই এলাকা জঙ্গলের আধিপত্যে রয়েছে। লেপচাজগতের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে রিজার্ভ ফরেস্ট। প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এই জায়গা অবশ্যই ভালো লাগবার মতো।
  • ৫) জলদাপাড়া অভয়ারণ্য: পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানের আয়তন ১৪১ বর্গকিলোমিটার। এই উদ্যানটি তোর্সা তীরে অবস্থিত একটি নদীকেন্দ্রিক বনাঞ্চলময় সুবিস্তীর্ণ তৃণভূমি। এখানকার জীবজন্তুর মধ্যে অবলুপ্তপ্রায় একশৃঙ্গ গণ্ডার (North Bengal) বিশেষভাবে উল্লেখযোগ্য। জলদাপাড়ায় পর্যটকদের জন্য এলিফ্যান্ড সাফারির মাধ্যমে জীবজন্তু পরিদর্শনের ব্যবস্থা আছে। এখানকার টোটোপাড়া একটি নৃতাত্ত্বিক পর্যটনস্থল। এটি বিশ্বে টোটো উপজাতির একমাত্র আবাসস্থল।
  • ৬) চিলাপাতা ফরেস্ট: ঘন গভীর জঙ্গল বলতে যা বোঝায় চিলাপাতা জঙ্গল তারমধ্যে অন্যতম North Bengal এর। ডুয়ার্সের যত জঙ্গল রয়েছে তারমধ্যে চিলাপাতাকে সবচেয়ে গভীর বন বললে ভুল হবে না। এই জঙ্গলে পর্যটকদের ভিড়ও খুব বেশি হয় না। সেকারণেই হয়ত জঙ্গলের মধ্যে শান্তি অনুভূত হয়।
  • ৭) কর্সিয়াং: কর্সিইয়াং যার ওপর নাম সাদা অর্কিডের দেশ। দার্জিলিং-এর কাছাকাছি অবস্থিত এই অদ্ভুত ছোট্ট শহরের নামটির পিছনে একটি সুস্পষ্ট কারণ রয়েছে। কার্সিয়ং-এর পাহাড়ি ঢালে অসংখ্য সাদা অর্কিডের আবাসস্থল যা ল্যান্ডস্কেপকে উজ্জ্বল এবং সুন্দর দেখায়। দার্জিলিং (North Bengal) থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিল স্টেশন, কার্সিয়ং স্থানীয়ভাবে “খরসাং” নামে পরিচিত। লেপচা ভাষায় খারসাং মানে ‘হোয়াইট অর্কিডের দেশ’। এটি বাগডোগরা বিমানবন্দর থেকে 47 কিমি দূরে।
  • ৮) লোলেগাঁও: লোলেগাঁও পাহাড়ের ঠান্ডা কুয়াশাচ্ছন্ন মেঘে ঘেরা স্বর্গের এক টুকরো। হিমালয়ের পাহাড়ে ভাঁজ করা বিদেশী এবং দেহাতি লেপচা গ্রাম আপনাকে এর সৌন্দর্য এবং আকর্ষণে মুগ্ধ করবে।লোলেগাঁও হল এক অদ্ভুত  সুন্দর গ্রাম যা লাভা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত। 1675 মিটার উচ্চতায় অবস্থিত এই লেপচা গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। কুয়াশাচ্ছন্ন মেঘের মধ্য দিয়ে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার গৌরবময় দৃশ্য আপনার মনকে আরো ভালো করে দিতে পারে।
  • ৯) লাটাগুরি: লাটাগুড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি (North Bengal) জেলার গোরুমারা জাতীয় উদ্যানের প্রান্তে অবস্থিত একটি ছোট গ্রাম। এটি গোরুমারা জাতীয় উদ্যান এবং চাপরামারী বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রবেশপথগুলির মধ্যে একটি। বক্সা টাইগার রিজার্ভ এবং নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক লাটাগুড়ি থেকে মাত্র 2 ঘন্টার ড্রাইভিং দূরত্ব এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে 1 ঘন্টা 30 মিনিটের ড্রাইভিং দূরত্ব অবস্থিত । লাটাগুড়ি ঘন বন এবং নদীমাতৃক তৃণভূমির জন্য বিখ্যাত। শান্ত এবং শান্ত পরিবেশের পাশাপাশি, প্রধান আকর্ষণগুলি হল গোরুমারা জাতীয় উদ্যানের ফরেস্ট ওয়াচ টাওয়ার এবং লাটাগুড়িতে “প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র”, যা এলাকার উদ্ভিদ এবং প্রাণীজগত সম্পর্কে তথ্য দেয়।
  • ১০) সিটং: উত্তরবঙ্গের (North Bengal) কমলালেবুর দেশ বলতে প্রথমেই যে জায়গার নাম মনে পরিবতা হল সিটং। নিউ জলপাইগুড়ি থেকে ঘন্টা তিনেকের রাস্তা পেরোলেই যোগিঘাট হয়ে যাবেন সুন্দর সেই গ্রাম সিটং। দুদিন নির্জন পাহাড়ের কোলে কোনো গ্রামে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে বেড়ানোর একটি সুন্দর জায়গা। থাকার জন্যে পাবেন অনরকে সুন্দর সুন্দর হোমস্টে। যেখানে গেলে জানতে পারবেন পাহাড়ি মানুষদের আতিথিয়োতা কাকে বলে। সুন্দর সেইসব মানুষদের সঙ্গে কথা বলে, সময় কাটাতে বেশ ভালোই লাগবে।

আরও পড়ুন – দক্ষিণবঙ্গে ভ্রমণে যেতে চান? আপনার জন্য রইলো দক্ষিণবঙ্গের সেরা ১০ টি ভ্রমণস্থান

Join Join